এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় রদবদলের জেরে এবার কি গোষ্ঠীদ্বন্দের সূত্রপাত তৃণমূলে? পুরুলিয়ার জেলা কার্যালয়ে ঝুলল তালা

দলীয় রদবদলের জেরে এবার কি গোষ্ঠীদ্বন্দের সূত্রপাত তৃণমূলে? পুরুলিয়ার জেলা কার্যালয়ে ঝুলল তালা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে পরেই মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন এক ব্যক্তি একপদ নীতি কার্যকর করার। আর সেই অনুযায়ী সম্প্রতি বিভিন্ন জেলায় সাংগঠনিক বদল চোখে পড়েছে। এক ব্যক্তি এক পদের নিরিখে যেরকম সাংগঠনিক বদল হয়েছে, ঠিক সেভাবেই প্রশাসনিক বদলও হয়েছে। ইতিমধ্যেই সাংগঠনিক বদলের কারণে পুরুলিয়া জেলা কার্যালয়ে এবার তালা পড়ল বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, পুরুলিয়া জেলায় ব্যাপক সাংগঠনিক রদবদল হয়েছে নেতৃত্বে। আর সেই সূত্রেই পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয় বন্ধ করে দিল জেলা তৃণমূল কংগ্রেসের একাংশ নেতাকর্মী।

মঙ্গলবার থেকেই তালা বন্ধ অবস্থায় পুরুলিয়া শহরের দুলমি জেলা তৃণমূল কার্যালয়। বুধবারেও ওই কার্যালয়ে কাউকে চোখে পড়েনি। কার্যত দেখা গিয়েছে, গোটা রাজ্যেই তৃণমূল শিবিরের সাংগঠনিক পরিবর্তন হয়েছে। সেই অনুযায়ী পুরুলিয়া জেলাতেও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের আমূল পরিবর্তন চোখে পড়েছে। জেলা সভাপতি থেকে জেলার মহিলা সভানেত্রী, যুব সভাপতি, চেয়ারম্যান সহ একাধিক পদে রদবদল হয়েছে। এমনকি পুরুলিয়া পুরসভার প্রশাসককেও বদল করে দেওয়া হয়েছে। আর তার জেরেই দুলমি জেলা তৃণমূল কার্যালয়ে তালা পড়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, রদবদলের ফলে পুরুলিয়া জেলায় তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে, আর সেই সূত্রেই এই ঘটনা ঘটেছে।

অন্যদিকে পুরুলিয়া জেলার তৃণমূল প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন, দুলমি তৃণমূল কার্যালয়টি যেহেতু তাঁর, তাই তিনি জেলা সভাপতি না থাকায় কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছে। এক ব্যক্তি এক পদ ব্যবস্থার নিরিখে পুরুলিয়া জেলা সভাপতির পদ থেকে গুরুপদ টুডুকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়ার পুত্র সৌমেন বেলথরিয়াকে। অন্যদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে দেওয়া হয়েছে তৃণমূল রাজ্য সম্পাদকের পদ। পুরুলিয়া জেলা তৃণমূলের নতুন চেয়ারম্যান হয়েছেন হংসেশ্বর মাহাতো। অন্যদিকে পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে এসেছেন নমিতা সিং মুড়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত তাঁকে নিয়তি মাহাতোর জায়গায় নিয়ে আসা হল বলে জানা গিয়েছে। পাশাপাশি যুব সভাপতির দায়িত্বে এতদিন ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো। সাংগঠনিক রদবদলের ফলে তাঁকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে যুব সভাপতি মেঘদুত মাহাতোকে। প্রায় প্রতিটি জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে এবার। জেলা কমিটি থেকে পুরসভার প্রশাসক প্রত্যেকটি স্তরে বদল আনা হয়েছে। কার্যত যারা মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তাঁদেরও পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সরে যেতে হয়েছে পুরপ্রশাসক পদ থেকে সুজিত বোস, অরূপ রায় সহ অন্যান্যদের। তবে ফিরহাদ হাকিম কে সরানো নিয়ে একটি গুঞ্জন তৈরি হয়েছে।

সে ক্ষেত্রে জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির জেরে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার দায়িত্ব থেকে ফিরহাদ হাকিমকে সরানোর কোন পরিকল্পনা গ্রহণ করা হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য এখন 2024 এর লোকসভা নির্বাচন। আর তার আগে বুথ স্তরের সাংগঠনিক শক্তি আরও জোরদার করতে এই ব্যাপক রদবদল করলেন তিনি। তবে এই রদবদলের ফলে প্রাথমিকভাবে বেশ কয়েক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া যে দিচ্ছে বা দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে পুরুলিয়ার নাম ইতিমধ্যেই সামনে আসছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!