এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দামের ছ্যাকা তো আছেই, এবার পেট্রোল, ডিজেল নিয়ে শুরু হলো আরেক বিরম্বনা,

দামের ছ্যাকা তো আছেই, এবার পেট্রোল, ডিজেল নিয়ে শুরু হলো আরেক বিরম্বনা,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জ্বালানির মূল্যবৃদ্ধিতে একেবাড়ে জেরবার সাধারণ মানুষ। পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে, ডিজেলের দাম সেঞ্চুরির আশেপাশে, আর ঠিক সেসময়ই শুরু হল তেলের অভাব। জেলায় জেলায় বহু পেট্রলপাম্পে গতকাল দেখা গেল তেলের প্রচণ্ড অভাব। কলকাতার মতো স্থানেও যা দেখা দিয়েছে। গতকাল সন্ধে বেলায় হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু পেট্রোল পাম্পের তেলের অভাব শুরু হয়। তেল ভরতে এসে বিফল মনোরথে ফিরতে হয় বহু মানুষকে। ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের।

গত বৃহস্পতিবার থেকে হাওড়া জেলার মৌরিগ্রাম এর ইন্ডিয়ান অয়েলের ডিপোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করছে অয়েল ট্যাংকার মালিক সংগঠন। ধর্মঘটের কারণে গতকাল একাধিক জেলার প্রায় আড়াইশো পেট্রোল পাম্প একেবারে তেল শুন্য হয়ে পড়ে। এই ধর্মঘট যদি দিনের পর দিন চলতে থাকে, তবে জ্বালানি সংকট ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কি কারণে তারা ধর্মঘট ডেকেছেন? জানা যাচ্ছে ইন্ডিয়ান অয়েলের টেন্ডারে পরিবহন খরচ অনেকটা কমানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করছে ট্যাঙ্কার মালিকরা। তাই গত বৃহস্পতিবার থেকে এই ডিপো থেকে পেট্রোল-ডিজেলের কোন ট্যাংকার বেরোতে পারেনি। এই সমস্যা যদি এখনই না মেটানো যায়, একের পর এক পেট্রোল পাম্পে তেলের অভাব শুরু হবে। গতকাল সন্ধ্যার পর কলকাতা সহ একাধিক জেলার প্রচুর পেট্রোল পাম্পে তেলের অভাব দেখা দেয়। তেল সরবরাহ বন্ধ থাকার কারণেই শুরু হয় সমস্যা। বাইক, স্কুটি, গাড়ি নিয়ে বহু মানুষ তেল ভরতে এসে ফিরে যেতে বাধ্য হন।

সমস্যার সমাধান করতে গতকাল মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে ট্যাঙ্কার মালিক সংগঠনের বৈঠক হয়েছিল। তবে জানা যাচ্ছে, বৈঠকে সমস্যার সমাধান হয়নি। তাই হরতাল জারি রাখবেন তারা। ওয়েস্ট বেঙ্গল পেট্রল ডিলার্স এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক প্রসেনজিৎ সেন জানান,এরকম ভাবে যদি ধর্মঘট চলতে থাকে, তবে কলকাতা, হাওড়া ছাড়াও এর পার্শ্ববর্তী জেলা গুলিতে শুকিয়ে যাবে পেট্রল পাম্প। তেলের অভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। জনজীবনে যার প্রভাব পড়বে।

ইন্ডিয়ান অয়েল এর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। সমস্যাটির যদি দ্রুত সমাধান না হয়, তবে কলকাতা সহ সারা রাজ্যে দেখা দেবে পেট্রোল সহ জ্বালানির ব্যাপক অভাব। সাধারণ মানুষেরা যেমন সমস্যায় পড়বেন, তেমনি থমকে যাবে পরিবহন ব্যবস্থা। এমনকি এম্বুলেন্স, চিকিৎসার মত জরুরী পরিষেবাও থমকে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। গতকাল পেট্রোল-ডিজেল না থাকার জন্য বহু পাম্প বন্ধ হয়ে যায়। বেশকিছু পাম্পে দেখা যায় নো স্টক বোর্ড।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!