এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডানা ছাঁটার পরেই কি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন পার্থ ! তুঙ্গে জল্পনা !

ডানা ছাঁটার পরেই কি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন পার্থ ! তুঙ্গে জল্পনা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূলের বৈঠকে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। প্রায় বহুদিন ধরেই তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে নানা প্রশ্ন উঠছে। এসএসসি দুর্নীতির ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আর এই পরিস্থিতিতে এবার কি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! ইতিমধ্যেই তার একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূলের এই বর্ষীয়ান নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, আমিও ততদিন আছি।” বিশেষজ্ঞদের মতে, পার্থবাবুর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তৃণমূলের একটি অংশ প্রচার করতে শুরু করেছে। আর সেই সময় পার্থবাবু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, তিনিও ততদিন আছেন বলে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে সীমাবদ্ধ করে দিলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!