এখন পড়ছেন
হোম > খেলা > অসাধারণ নৃত্যশৈলীতে ধরা দিলো ‘আমাদের সূর্য্য মেরুন’ – আপনি মোহনবাগানী হলে গায়ে কাঁটা দেবেই!

অসাধারণ নৃত্যশৈলীতে ধরা দিলো ‘আমাদের সূর্য্য মেরুন’ – আপনি মোহনবাগানী হলে গায়ে কাঁটা দেবেই!


আজ ২৯ শে জুলাই – সমস্ত মোহনবাগানী তথা ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে এক অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন। খালি পায়ে ফুটবল খেলে পরাধীন ভারতে ব্রিটিশ সিংহকে পরাভূত করার এই বিশেষ দিনটিকে সোনার ফ্রেমে ধরে রাখতে বেহালাতে মোহন বাগান সমর্থকদের ফ্যান ক্লাব ‘আমরা মোহনবাগান’-এর উদ্যোগে মহা সমারোহে পালিত হচ্ছে মোহনবাগান দিবস। এই অনুষ্ঠান নিয়ে সকাল থেকেই আবেগে ভাসছেন সবুজ মেরুন জনতা।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সুন্দর ও ছিমছাম অনুষ্ঠানের সবটাই ছিল সবুজ-মেরুন আবেগে মোরা। উদ্যোক্তাদের তরফে সংবর্ধনা দেওয়া হয় গত মরশুমে ক্লাবের বেস্ট পারফরমার গোলকীপার শিল্টন পালকে। তবে এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল – মোহন জনতার প্রাণের আবেগে মোরা ‘আমাদের সূর্য্য মেরুন, নারীর যোগ সবুজ ঘাসে’ গানটির সঙ্গে অসাধারন নৃত্যশৈলীর ছন্দমিলন। আপনি যদি মোহন বাগান ভক্ত হন – তাহলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য করবে এই অসাধারন উপস্থাপনাটি। দেখে নিন একনজরে –

https://www.youtube.com/watch?v=7-m0SDYY5Sc

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!