এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘দাঙ্গাবাজি, ধান্দাবাজি ছাড়া কিছু করেন না’ অমিত শাহকে বেনজির আক্রমণ মমতার!

‘দাঙ্গাবাজি, ধান্দাবাজি ছাড়া কিছু করেন না’ অমিত শাহকে বেনজির আক্রমণ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে জয়লাভ করাতে এবং রাজ্যে পরিবর্তন আনতে মাঝে মধ্যেই বিভিন্ন জনসভায় উপস্থিত হতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দ্বিতীয় দফার ভোট শেষে যখন উত্তরবঙ্গে প্রচার করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই সেই উত্তরবঙ্গে পা রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় চাণক্য তাথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

ইতিমধ্যেই নন্দীগ্রামের ভোট নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সেখানকার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার উত্তরবঙ্গের মাটি থেকে ফের আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গাবাজি এবং ধান্দাবাজি ছাড়া কিছু করেন না বলে অভিযোগ করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, আজ কোচবিহারের নাটাবাড়ি এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে একটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে। তৃণমূল নেত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গাবাজি এবং ধান্দাবাজি ছাড়া কিছু করেন না. কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোকে বিরোধী সরকারদের বিরুদ্ধে ব্যবহার করছে। নির্বাচনের সময়ও শান্তি দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষের ঘরে অত্যাচার করা হচ্ছে। গায়ের জোরে আধিকারিকদের বদলি করে দিচ্ছে। বিজেপি ভদ্র ভাষা জানে না। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি ভয় পাই না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে সরব হলেন তৃণমূল নেত্রী, তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যাকে নিয়ে এখন নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকে বলছেন, এর আগে লোকসভা নির্বাচনের সময় রাজ্য রাজনীতিতে ভাষা সন্ত্রাস ব্যাপক আকার ধারণ করেছিল‌। আর এবার বিধানসভা নির্বাচনেও সেই প্রবণতা তৈরি হতে দেখা যাচ্ছে। প্রতিপক্ষ হলেও অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে তার প্রতি সৌজন্যতা রেখে কথা বলা উচিত বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের।

সেদিক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে দাঙ্গাবাজি এবং ধান্দাবাজি ছাড়া কিছু জানেন না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন, তা একপ্রকার বেনজির বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। প্রতিপক্ষ হলেও একজন জনপ্রতিনিধির প্রতি একজন জনপ্রতিনিধির সংজ্ঞা এবং শিষ্টাচার মেনে মন্তব্য করা উচিত বলে দাবি করছেন সকলের। সব মিলিয়ে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এই ধরনের আক্রমণাত্মক মন্তব্য গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!