এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দাঙ্গাবাজদের একটাও ভোট দেবেন না। ফিরছি আমরাই’ বাঁকুড়ার সভা থেকে ডাক মমতার

দাঙ্গাবাজদের একটাও ভোট দেবেন না। ফিরছি আমরাই’ বাঁকুড়ার সভা থেকে ডাক মমতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলকে ফিরে পেতে নাছোড় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 এর লোকসভা নির্বাচনে কিন্তু জঙ্গলমহলের ক্ষেত্রে ছবি বদলে গেছে। দীর্ঘদিন পর সেখানে তৃণমূলের বদলে ঘাঁটি গেড়েছে গেরুয়া শিবির। তাই এবার জঙ্গলমহল ফিরে পাওয়া তৃণমূলের কাছে অন্যতম প্রেস্টিজ ইস্যু বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই উদ্দেশ্যেই এবার বাঁকুড়ার খাতরা স্টেডিয়াম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধংদেহী মনোভাব নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে কড়া আক্রমণ চালালেন। এদিন বাঁকুড়ার সভা থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট ঘোষণা করলেন, রাজ্যে 2021 এর বিধানসভা নির্বাচনে ফিরে আসছে তৃণমূল।

পাশাপাশি মানুষের কাছে তিনি আবেদন রেখেছেন, বিজেপিকে যেন একটিও ভোট না দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বিজেপিকে দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি বিজেপি সরকার যে কৃষক, দলিত, সংখ্যালঘুসহ সবার অধিকার কেড়ে নেবে সে ব্যাপারে সাবধান করেন তিনি। উপরন্তু বাংলায় দাঙ্গা লাগানোর জন্য এবং মানুষে মানুষে বিভেদ ছড়ানোর জন্য বিজেপি এসেছে বলে দাবি করেন মমতা। অন্যদিকে বাঁকুড়ার সভা থেকে প্রবল জনসমর্থন পেয়েছেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিকে নজর দিয়েই তৃণমূল নেত্রী এদিন আশঙ্কা প্রকাশ করেছেন, বিজেপি যদি রাজ্যে আসে তাহলে নাগরিকত্ব সংশোধনী আইনের জোরে বাংলা ছাড়া করবে সবাইকে।

সবমিলিয়ে তৃণমূল নেত্রী এদিন বাঁকুড়ার সভায় কোন সুযোগ ছাড়েননি গেরুয়া শিবিরকে আক্রমণের। পাশাপাশি তিনি চূড়ান্ত আত্মবিশ্বাসী হয়ে জানিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার মসনদে তৃণমূল সরকার আবারও ফিরে আসছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার কিন্তু চলতি মাসেই বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ করে দিচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি বন্ধ হচ্ছে পাঁচ কেজি করে খাদ্যশস্য বিলি। কিন্তু এ রাজ্যের বাসিন্দাদের জন্য আগামী জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন পরিষেবা দিচ্ছে মমতা সরকার। যথারীতি এই হাতিয়ারকে পাথেয় করে মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে ফিরে আসার ঘোষণা করেছেন। অন্যদিকে চলতি মাসেই বাঁকুড়া জেলায় ঘুরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাঁকুড়ায় এসে তিনি এক দলিত আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজন সারেন। যথারীতি আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজন করা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তৃণমূল নেত্রী এদিন সেই বিষয়টি আবার টেনে এনেছেন তাঁর বক্তব্যে। তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এদিন জানান, বিজেপি নেতারা লোক দেখাতে দলিত, আদিবাসী বাড়িতে খাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু সেখানে ফাইভস্টার হোটেল থেকে খাবার নিয়ে ছবি তোলা হয় বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যে আদিবাসী বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজন করেছিলেন, সেই আদিবাসী বাড়ির কাউকে কোন রকম সাহায্য করা হয়নি প্রতিশ্রুতি অনুযায়ী।

অন্যদিকে বিজেপি নেতার বিরসা মুন্ডার মূর্তির বদলে এক শিকারির মূর্তিতে মালা দেওয়া নিয়ে ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে একচোট ঝড় বয়ে গিয়েছে। এদিন সে প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হবে এবং বিরসা মুন্ডার জন্মদিন অর্থাৎ 15 ই নভেম্বর এবার থেকে ছুটি ঘোষণা করবে রাজ্য সরকার। যথারীতি মুখ্যমন্ত্রীর এই ঘোষণা জঙ্গলমহলের মানুষকে কাছে টানার জন্যই বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এদিন বাঁকুড়ার খাতরা সভাস্থলে আসার পথে আচমকাই একটি আদিবাসী গ্রামে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে এক বাড়িতে বসে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শোনেন। সব মিলিয়ে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন একুশের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মন পেতে তৃণমূল নেত্রী নিজে এবার একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন। জঙ্গলমহলকে কাছে টানতে তৃণমূল নেত্রীর ঘোষণা কতটা প্রভাব ফেলে সেদিকে কিন্তু এবার নজর থাকবে সবার।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!