এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গুরুং-গোর্খা কঠিন সমীকরণ সামলেও দার্জিলিং ধরে রাখতে নতুন করে অংক শুরু গেরুয়া শিবিরে

গুরুং-গোর্খা কঠিন সমীকরণ সামলেও দার্জিলিং ধরে রাখতে নতুন করে অংক শুরু গেরুয়া শিবিরে

আগেকার মতো পাহাড়ে আর অতটা অস্তিত্ব নেই বিমল গুরুং, রোশন গিরিদের। বর্তমানে তারা পাহাড় ছাড়া। গত 2014 সালে এই বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চাদের সাথে জোট করেই দার্জিলিং লোকসভা আসনটি নিজেদের দখলে রেখেছিল বিজেপি। কিন্তু এবারে গোর্খা জনমুক্তি মোর্চার একটি বড় অংশ ও বিনয় তামাংরা রাজ্যের শাসক দল তৃণমূলের সাথে রয়েছে।

ফলে সেই গোর্খা জনমুক্তি মোর্চার ওপর ভর করে আর যে পাহাড় দখল করা সম্ভব নয় তা ভালোই বুঝতে পেরেছে বিজেপির নেতা নেত্রীরা। এই তাই এহেন একটা পরিস্থিতিতে পাহাড়ের কিছুটা শক্তি হিসেবে থাকা জিএনএলএফের সঙ্গে জোট করে আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা আসনটি দখল করতে চাইছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার দিল্লিতে বিমল গুরুং পন্থীদের সঙ্গে আলোচনা করে বিজেপিকে যৌথভাবে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে জিএনএলএফ। এদিন এই প্রসঙ্গে জিএনএলএফের সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী বলেন, “সুভাষ ঘিসিংয়ের মূলমন্ত্র ছিল পার্টি থেকে বড় হল জাতি এবং জাতির থেকে বড় ভূভাগ। এই ইস্যুকে সামনে রেখে বিমল গুরুংদের সঙ্গে আমাদের যতই শত্রুতা থাক গত 2014 সাল থেকে একটা উঁচু জায়গায় পৌঁছানোর জন্য আমরা মোর্চার সঙ্গে জোট করেছি। এমনকি গুরুংরাও এই ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। আর সেই কারণে” আমরা একমত হয়ে তাদের সঙ্গে জোট করে এবারের নির্বাচনে বিজেপিকে সমর্থন করছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা আস টিকে দখল করতে ও তৃণমূলকে চাপে রাখতেই গুরুংপন্থী মোর্চাদের সাথে নিয়ে জিএনএলএফের সাথে বিজেপির এই জোটে অনেকটাই ব্যাকফুটে যেতে পারে শাসক দল। কেননা পাহাড়ে মূল সেন্টিমেন্টাল ইস্যু গোর্খাল্যান্ড। আর যদি এই ইস্যু ফের উস্কে ওঠে তাহলে আসন্ন লোকসভা নির্বাচনে পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ কোন রাজনৈতিক দলকেই স্বস্তি দেবে না।

কেননা এই ভাবে লড়াই হলে ভোট ভাগাভাগির প্রবল সম্ভাবনা রয়েছে। তাতে শেষপর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে তা নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। তবে জিএনএলএফের সাথে জোট করে এই আসন দখলের ব্যাপারে আশাবাদী বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন্দ্র বসু।

অন্যদিকে এই জোটকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে রাজ্যের পূর্তমন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরুপ বিশ্বাস বলেন, “জিএনএলএফ তো বিমল গুরুংপন্থীদের সঙ্গে আঁতাত করে পাহাড়ে বিশ্বাসঘাতকতা করেছে। মানুষ ওদের কোনোমতেই ক্ষমা করবে না। আগামী দিনে দার্জিলিং লোকসভা আসন তৃনমূলই দখল করবে।”

অন্যদিকে পাহাড়ের মানুষ এই জোটকে কোনোভাবেই ভালোমতো নেবে না বলে জানান সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য। সব মিলিয়ে এবার পাহাড় দখলে বিমল গুরুংপন্থীদের সাথে জোটের পাশাপাশি জিএনএলএফের সাথে জোট করল গেরুয়া শিবির। সব মিলিয়ে কাদের দখলে থাকে দার্জিলিং লোকসভা আসন এখন তার দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!