এখন পড়ছেন
হোম > রাজ্য > দার্জিলিঙের আশায় এবার সরাসরি গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন চাইল তৃণমূল কংগ্রেস

দার্জিলিঙের আশায় এবার সরাসরি গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন চাইল তৃণমূল কংগ্রেস


রাজ্যসভা ভোটে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন পেতে চায় তৃণমূল। সোমবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূল রাজ্যসভা ভোটে সমর্থনের জন্য মোর্চার তিন বিধায়ককে অনুরোধ করা হয়েছে, বিধানসভার সূত্র থেকে এমনটাই খবর এসেছে। যদিও মোর্চা তাদের সিদ্ধান্ত এখনও জানায়নি তবু তৃণমূল আশা করেছে মোর্চা তাদের অনুরোধে অবশ্যই সাড়া দেবে।
কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রে বর্তমানে মোর্চার সমর্থনে জিতেছে বিজেপি। মোর্চার তৃণমূলকে সমর্থনের পর বিজেপির ভূমিকা কী হবে এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”মোর্চা তৃণমূলকে সমর্থন করলে অবাক হব না। কারণ, বিধানসভায় মোর্চা বিধায়করা সাধারণত সরকারকেই সমর্থন করেন। আর এখন মোর্চার নেতা বিনয় তামাঙ্গ, যিনি তৃণমূল-ঘনিষ্ঠ।” তা হলে এখন বর্তমানে মোর্চার সঙ্গে বিজেপি-র জোট নিয়ে প্রশ্ন করা হলে, দিলীপবাবুর জবাব, ”আমরা জোট করেছিলাম যে মোর্চার সঙ্গে, তার নেতা ছিলেন বিমল গুরুঙ্গ। ওটা ছিল নির্বাচনী সমঝোতা। আবার নির্বাচন এলে কী হবে, দেখা যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!