এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দরিদ্র আদিবাসী পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস তৃণমূলের তারকা প্রার্থীর

দরিদ্র আদিবাসী পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস তৃণমূলের তারকা প্রার্থীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মনে পড়ে বিভীষণ হাঁসদার কথা? একসময় মিডিয়ায় স্পটলাইট আলোকিত করেছিল এই বিভীষণ হাঁসদাকে। সম্প্রতি তিনি অনেকটাই অন্তরালে চলে গেছেন। কয়েক মাস আগে রাজ্য সফরে এসে বাঁকুড়াতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেসময় চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভীষণ হাঁসদার মেয়ে রচনা হাঁসদা হাই ব্লাড সুগারে আক্রান্ত। নির্বাচনে জিতলে তার চিকিৎসার ব্যয়ভার নিজ কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

গত ৫ ই নভেম্বর বাঁকুড়ার চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভীষণ হাঁসদার মেয়ে রচনা হাঁসদা হাই ব্লাড সুগারে আক্রান্ত। তার চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন বিভীষণ বাবু । তিনি চেয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এ কথা জানাবেন তিনি। যদিও সে সুযোগ মেলেনি তাঁর। এরপর এই বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয় বিজেপি ও তৃণমূলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবার পর বিভীষণ বাবুর বাড়িতে উপহারের ডালি নিয়ে উপস্থিত হতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে। তৃণমূল-বিজেপি উভয়দলের পক্ষ থেকেই এই রচনা হাঁসদার চিকিৎসার বিষয়ে একাধিক আশ্বাস দেয়া হয়। তবে জানা যায়, পরে বিষয়টি প্রায় ধামাচাপা পড়ে গেছে, খুব বেশিদূর এগোয়নি বিষয়টি। গতকাল ভোটের প্রচারে বিভীষণ বাবুর বাড়িতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

একদিকে যেমন ভোটের প্রচার করলেন তিনি, তেমনি তিনি জানালেন যে, নির্বাচনে যদি তিনি জয়লাভ করেন, তবে রচনা হাঁসদার চিকিৎসার দায়িত্বভার তিনিই গ্রহণ করবেন। তিনি জানালেন, বাঙালি আতিথেয়তা করতে জানে। যারা এই বাড়িতে এসেছিলেন, তাঁরা আতিথেয়তা লাভ করেছেন। এখানে তাঁরা এসেছেন, আবার চলেও গেছেন।

কিন্তু তিনি এই বাংলারই মেয়ে, তাই এখানেই থাকবেন তিনি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে তিনি জানালেন যে, তাঁরা বয়সে বড়, তাঁদের কাছেও তিনি আশীর্বাদ চাইবেন। এভাবে গতকাল বিভীষণ হাঁসদার পরিবারের পাশে দাঁড়িয়ে, তাঁর মেয়ের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে, প্রচারে একেবারে ঝড় তুলে দিলেন তারকা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!