এখন পড়ছেন
হোম > রাজ্য > বড় মোড় দাড়িভিটকাণ্ডে, ধৃত সাতজনকে নিয়ে নতুন সিদ্ধান্ত – জানুন বিস্তারিত

বড় মোড় দাড়িভিটকাণ্ডে, ধৃত সাতজনকে নিয়ে নতুন সিদ্ধান্ত – জানুন বিস্তারিত


উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাড়িতে ছাত্র ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন ধরেই উত্তপ্ত রাজনীতি রাজ্য। আবারো সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হলো। দাড়িভিটকাণ্ডে ধৃত সাতজনকে মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর আদালত।

অন্যদিকে, ওই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে দাড়িভিটে গ্রামবাসীদের ধর্না এখনো পর্যন্ত অব্যাহত।
ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী মোক্তার আহমেদ বলেন, “আদালত এদিন দাড়িভিটকাণ্ডে ধৃত সাতজনের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। সপ্তাহে একদিন করে ওই মামলার তদন্তকারী অফিসারের কাছে তাদের হাজিরা দিতে হবে। জমির দলিল, খাজনার রসিদ জমা রাখতে বলা হয়েছে। এছাড়াও আরও কিছু শর্তে এদিন আদালত জামিন মঞ্জুর করে। ”

এদিকে, নিহত ছাত্রের পরিবার এখনই আন্দোলনেরকোন ভাবেই আন্দোলনের রাস্তা থেকে সরতে চান না। বস্তুতঃ তারা আন্দোলন থেকে সরে দাঁড়াতে নারাজ। নিহত দুই ছাত্র তাপস বর্মনের মা মঞ্জুদেবী এবং রাজেশ সরকারের বাবা বলেন, “আমাদের সব দাবি প্রশাসন এখনও মানেনি। কীভাবে আন্দোলন হবে তা বুধবার আলোচনা করে স্থির করব। গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবিতে যেরকম ধর্না চলছে সেভাবেই তা চলবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, সিবিআই তদন্ত এবং ধৃতদের মুক্তির দাবিতে দীর্ঘদিন নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দীর্ঘ আন্দোলন চালাচ্ছে গ্রামবাসীরাও। বিজেপি’র উত্তর দিনাজপুরের সাধারণ সম্পাদক সুরজিৎ সেন এদিন বলেন, “আমাদের আন্দোলন চলবে। তবে স্কুল গেট আটকে আন্দোলন করা হবে না।”

প্রসঙ্গত উল্লেখ্য, স্কুলে উর্দু ও সংস্কৃত শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গত ২০ সেপ্টেম্বর দাড়িভিট স্কুলের একাংশ ছাত্র আন্দোলনে নামে।আন্দোলন চলাকালীন সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে দুই ছাত্রের মৃত্যু হয়। পরের দিন পুলিস আটজন গ্রামবাসীকে গ্রেপ্তার করে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ধৃতদের বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র রাখা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। পুলিস তাদের পাঁচদিনের হেফাজতে নেয়। কিন্তু তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনও অস্ত্র পায়নি পুলিশ। দাড়িভিটকাণ্ডে মোট আটজনকে পুলিস গ্রেপ্তার করেছিল। গত সোমবার একজনের জামিন হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!