এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পিবি এক্সক্লুসিভ: একনজরে এই মুহূর্তে ভোট হলে কি হবে দার্জিলিং জেলার চিত্র?

পিবি এক্সক্লুসিভ: একনজরে এই মুহূর্তে ভোট হলে কি হবে দার্জিলিং জেলার চিত্র?


এই মুহূর্তে রাজ্যে বড় নির্বাচন বলতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। কিন্তু প্রতিটি রাজনৈতিক দলই পাখির চোখ করতে চলেছে ২০১৯ এর লোকসভা নির্বাচন ও সর্বোপরি ২০২১ এর বিধানসভা নির্বাচন। যদিও তার বেশ কিছুটা দেরি আছে, বিশেষ করে বিধানসভা নির্বাচন। কিন্তু প্রায় প্রতি মুহূর্তেই বাংলায় বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। তাই আমরা পর্যায় কালে এই নির্বাচনগুলির আগে পর্যন্ত আমাদের করা বিভিন্ন সমীক্ষা আপনাদের কাছে তুলে ধরে বঙ্গ রাজনীতির একটা আভাস দেওয়ার চেষ্টা আপনাদের করব।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আমরা প্রতিটি লোকসভার, প্রতিটি বিধানসভায় বিশেষ কিছু প্রশ্ন নিয়ে সেখানকার মানুষের মনোভাব বোঝার চেষ্টা করেছি। এখানে প্রতিটা লোকসভার প্রতিটা বিধানসভাতেই সমীক্ষা করা হয়েছে। প্রতিটি বিধানসভার ২৫-৩০% বুথ এই সমীক্ষার মধ্যে ধরা হয়েছে। প্রতিটি বুথে আমরা ৪০-৬০ জন ভোটদাতার সঙ্গে কথা বলে জনমত বোঝার চেষ্টা করা হয়েছে। এই সমীক্ষায় লোকসভা ও বিধানসভার জন্য আলাদা আলাদা প্রশ্নের ডালি আমরা সাজিয়ে ছিলাম। গত ৩০ দিন ধরে রাজ্যের ৪২ টি লোকসভার ও ২৯৪ টি বিধানসভার চিত্র কি হতে পারে তার একটা আভাস আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু তাতে জেলা ভিত্তিক ফলাফল কি হতে পারে তার চিত্র পরিষ্কার হয় নি। তাই আজ থেকে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার প্রতিটা বিধানসভা ধরে সেই জেলার চিত্র কি হতে পারে তা আপনাদের সামনে আমরা তুলে ধরব আগামী কয়েকদিনে।

এই সমীক্ষাতে, কয়েকটা বিষয় আমরা ধরে নিয়েছি। প্রথমত, কোনো দলের সঙ্গে কোনো দলের জোট হচ্ছে না। রাজ্যের প্রধান চার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস আলাদা আলাদা লড়ছে। দ্বিতীয়ত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর যেসব ‘দলবদলের’ ঘটনা ঘটেছে, সেগুলিকেও এই সমীক্ষার একটা প্রধান ফ্যাক্টর ধরা হয়েছে। তৃতীয়ত, পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের জোট হচ্ছে, গত কয়েক বছরের জোটসঙ্গী বিজেপির সঙ্গে তাদের বিচ্ছেদ হতে চলেছে।

আজ বিশদে দার্জিলিং জেলার (মোট ৫ টি বিধানসভা) ফলাফল ও ভোট শতাংশ। প্রথমেই দার্জিলিং জেলার বিধানসভা ভিত্তিক ফলাফল কি হতে পারে –

১. দার্জিলিং
গোর্খা জনমুক্তি মোর্চা – ৬৭%
বিজেপি – ২৪%
বামফ্রন্ট – ১%
কংগ্রেস – ১%
অন্যান্য – ৬%
নোটা – ১%

গোর্খা জনমুক্তি মোর্চা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৮০,০০০ – ৯০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

২. কার্শিয়ং
গোর্খা জনমুক্তি মোর্চা – ৬৫%
বিজেপি – ২৬%
বামফ্রন্ট – ২%
কংগ্রেস – ১%
অন্যান্য – ৫%
নোটা – ১%

গোর্খা জনমুক্তি মোর্চা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৭০,০০০ – ৮০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৩. মাটিগড়া-নক্সালবাড়ি
কংগ্রেস – ২৯%
তৃণমূল কংগ্রেস – ২৭%
বিজেপি – ২৩%
বামফ্রন্ট – ১৭%
অন্যান্য – ৩%
নোটা – ১%

কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ২,০০০ – ৮,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৪. শিলিগুড়ি
বামফ্রন্ট – ৩৮%
তৃণমূল কংগ্রেস – ৩০%
বিজেপি – ২৩%
কংগ্রেস – ৪%
অন্যান্য – ২%
নোটা – ১%

বামফ্রন্ট নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ১০,০০০ – ১৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৫. ফাঁসিদেওয়া
বিজেপি – ৩৬%
তৃণমূল কংগ্রেস – ৩০%
কংগ্রেস – ১৬%
বামফ্রন্ট – ১৪%
অন্যান্য – ৩%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ৫,০০০ – ১০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

দার্জিলিং জেলায় প্রাপ্ত আসনসংখ্যার ভিত্তিতে আমাদের সমীক্ষা অনুযায়ী ফলাফল হতে পারে নিম্নরূপ –
মোট বিধানসভা আসন – ৫
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ১
কংগ্রেস – ১
বামফ্রন্ট – ১
অন্যান্য – ২

দার্জিলিং জেলায় প্রাপ্ত ভোট শতাংশের ভিত্তিতে আমাদের সমীক্ষা অনুযায়ী ফলাফল হতে পারে নিম্নরূপ –
তৃণমূল কংগ্রেস – ১৭.০০%
বিজেপি – ২৬.৫০%
বামফ্রন্ট – ১৪.০০%
কংগ্রেস – ১০.০০%
অন্যান্য – ৩১.৫০%
নোটা – ১.০০%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!