এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারতের ধুরন্ধর গোয়েন্দাদের চোখ এড়িয়ে কাশ্মীরে হামলা চালাতে জঙ্গিরা ব্যবহার করেছিল “ডার্ক ওয়েব!” সামনে এল চমকে দেওয়া তথ্য

ভারতের ধুরন্ধর গোয়েন্দাদের চোখ এড়িয়ে কাশ্মীরে হামলা চালাতে জঙ্গিরা ব্যবহার করেছিল “ডার্ক ওয়েব!” সামনে এল চমকে দেওয়া তথ্য


কথায় আছে, “কেউ ডালে ডালে গেলে, কেউ পাতায় পাতায় চলে।” বর্তমানে বাংলার এই প্রবাদ-প্রবচণ অনুযায়ীই নিজেদের পথ অনুসরন করছে ভারতীয় ইন্টেলিজেন্স এবং পাকিস্তানের জঙ্গিরা। কিন্তু নিছকই এমনি কোনো কারনে যে এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করা হয়েছে তা নয়।

গত 14 ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের পক্ষ থেকে নৃশংস হামলার আগে যেভাবে পরিকল্পনামাফিক এগিয়েছে জঙ্গিরা, সেই সমস্ত কার্যকলাপ দেখে এমনটাই মনে হতে পারে অনেকের।

সূত্রের খবর, এনআইয়ে তদন্তে জানা গেছে, সিম কার্ডের মাধ্যমে নয়, গোয়েন্দাদের নজরকে এড়িয়ে বেতার তরঙ্গের সাহায্যে সাংকেতিকভাবে মেসেজ আদান-প্রদান করে নিজেদের মধ্যে যোগাযোগ সাধন এবং সমন্বয় রেখে রাওয়ালপিন্ডিতে সেনা হাসপাতালে শুয়েই কাশ্মীরের পুলওয়ামায় এই জঙ্গি হামলার ব্লু প্রিন্ট তৈরি করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ঈ-মহম্মদের প্রধান মাসুদ আজহার।

আর এই হামলার খবর যাতে গোয়েন্দাদের কাছে কোনোমতেই না পৌঁছয় তার জন্য প্রথম থেকেই গোপনীয়তা বজায় ছিল সেই জঙ্গিদের মধ্যে বলে মনে করছে তদন্তকারীরা। আর এই নৃশংস জঙ্গি হামলার পর গোয়েন্দাদের তরফে সেই জঙ্গিদের মধ্যে দুটি বার্তালাপ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একটিতে লেখা ছিল “জইশ-ই-মহম্মদের সফল হয়েছে।” অন্যটিতে “হামলায় অসংখ্য ভারতীয় জওয়ানের মৃত্যু, ধ্বংস একাধিক গাড়ি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোয়েন্দাদের ধারণা, ডার্ক ওয়েব প্রযুক্তির মধ্যে দিয়েই জঙ্গিরা তাদের এই কাজ করেছে। 2012 সাল থেকে সক্রিয় এই ডার্ক ওয়েব প্রযুক্তিকে পাক মদতপুষ্ট এই জঙ্গি সংগঠন আরও উন্নত করে নিয়ে এই প্রযুক্তির অত্যাধুনিক সংস্করণ ব্যবহার করে বলে মত তদন্তকারীদের।

অন্যদিকে গোয়েন্দাদের মতে, উচ্চ কম্পাঙ্ক ব্যবহার করে মেসেজ পাঠানো হয়েছে বলে মোবাইল, রেডিও ও টেলিফোনের বার্তার উপর নজরদারি করা সম্ভব হয়নি। আর সে কারণেই এই পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলার আঁচ আগেভাগে আন্দাজ করতে পারেনি গোয়েন্দারা। সব মিলিয়ে এবার কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলার আগেই সেই জঙ্গীদের পূর্ব পরিকল্পিত পরিকল্পনা ও ঘটনাগুলি নিয়ে চোখ কপালে উঠতে শুরু করেছে তদন্তকারীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!