এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দায় দায়িত্বহীন বাজেট পেশ- দাবী মুকুলের, প্রচারে জোর বিজেপি নেতার

দায় দায়িত্বহীন বাজেট পেশ- দাবী মুকুলের, প্রচারে জোর বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনীতিতে মুকুল রায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ কারোর অজানা নয়। লোকসভা নির্বাচনের আগেই তৎকালীন তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের তৃণমূল ছাড়েন। যোগ দেন গেরুয়া শিবিরে। তারপর থেকেই মুকুল রায় রীতিমতো চাণক্যের মতন গেরুয়া শিবিরের জন্য লড়াইয়ের ময়দান প্রস্তুত করে চলেছেন। একুশের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বেড়ে চলেছে। পাশাপাশি চলছে ব্যাপকহারে প্রচার পর্ব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পেশ করেছেন অন্তর্বর্তী বাজেট। যথারীতি বাজেটের হাত ধরে তিনি সাধারণ মানুষের মন জয় করার জন্য একের পর এক জনমোহিনী ঘোষণা করেছেন।

আর তাই নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। স্পষ্ট ভাষায় মুকুল রায় তৃণমূল নেত্রীর দায় দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী যে রকম ভাবে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছেন কিংবা অবসরকালীন সুবিধা দিয়েছেন, বিনামূল্যে রেশনের ঘোষণা করেছেন অথবা 45 হাজার শ্রমিককে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য করার কথা বলেছেন, সস্তায় রাতের খাবারের জন্য ‘মা’ নামক আর্থিক প্রকল্পের ঘোষণা করেছেন, স্বাস্থ্যসাথীর জন্য দেড় হাজার কোটি টাকার বরাদ্দ করেছেন এবং তিন বছর অন্তর স্বাস্থ্যসাথী কার্ড রিনিউ হবার ঘোষণা করেছেন। সব মিলিয়ে মমতা বন্দোপাধ্যায়ের এবারের বাজেট যে পুরোপুরি জনমুখী হবে সে কথা পূর্ব নির্ধারিতই ছিল।

কিন্তু মুকুল রায় এদিন সাফ জানিয়ে দিলেন, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিততে পারবেনা। যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়ও আর থাকবেন না। তাই তাঁর দায়দায়িত্বও থাকবেনা। যথারীতি দায়িত্ব থাকলে চিন্তা থাকার কথা। তৃণমূল নেত্রীর এবারের বাজেট যে চিন্তাভাবনা না করে সেদিকেই ইঙ্গিত করেছেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি মুকুল রায় আগামী দিনের রাজ্যের ভবিষ্যৎ মানুষের হাতেই ছেড়েছেন। এদিন মুকুল রায় বিজেপির পরিবর্তন যাত্রা নিয়েও তীব্রভাবে বেঁধেন গেরুয়া শিবিরকে। ইতিমধ্যেই গেরুয়া শিবির প্রচারে জোর দিতে শুরু করতে চলেছে পরিবর্তন যাত্রা। যদিও প্রশাসনের তরফ থেকে এই পরিবর্তন যাত্রার ছাড়পত্র মিলবে কিনা তা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন আসছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মুকুল রায় বলেছেন, মানুষের কাছে যাওয়ার জন্য শুধুমাত্র রথের প্রয়োজন নেই। যেকোন রাস্তাই বেছে নেওয়া যাবে। পাশাপাশি দলবদলকারী নেতাদের নিয়ে মুখ খুলেছেন এদিন মুকুল রায়। প্রসঙ্গত গত দুই মাসের মধ্যে তৃণমূলের হেভিওয়েট দুই নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আর তারপর থেকেই শুভেন্দু ও রাজীবকে নিয়ে একের পর এক আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। তাই নিয়েই মুকুল রায় এবার মন্তব্য করলেন, রাজনৈতিক আক্রমণ, প্রতিআক্রমণ বাংলার রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তুলছে।

এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেমানুষী করছেন, সে কথা বলেন মুকুল রায়। পাশাপাশি গেরুয়া শিবির যে এই মুহূর্তে রাজ্যের মসনদকে পাখির চোখ করে এগিয়ে চলেছে তা নিশ্চিত করেছেন বিজেপির সহ সর্বভারতীয় সভাপতি। আর সেক্ষেত্রে তৃণমূল নেত্রী যাতে কোনোরকম সুযোগ না পান প্রচারে, সেদিকে কড়া নজর রাখছে গেরুয়া শিবিরের নেতারা। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মুকুল রায় তৃণমূল নেত্রীর বাজেটকে সেকারণেই মান্যতা দিলেন না বলে মনে করহেন রাজনৈতিক মহল।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!