এখন পড়ছেন
হোম > জাতীয় > দায়িত্ব পেয়েই সিবিআই প্রধান চালু করলেন নতুন নিয়ম, নতুন পোশাকবিধি নিয়ে কড়াকড়ি সিবিআই দপ্তরে

দায়িত্ব পেয়েই সিবিআই প্রধান চালু করলেন নতুন নিয়ম, নতুন পোশাকবিধি নিয়ে কড়াকড়ি সিবিআই দপ্তরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুধু কাজ করলে হবেনা, নজর রাখতে হবে পোশাক-আশাকের দিকেও। আর এই নিয়ে রীতিমতো এবার কড়া নিয়ম জারি হল সিবিআইয়ের অন্দরমহলে। অন্যান্য অফিসের মতোই এবার থেকে সিবিআই অফিসেও প্রবেশ করতে হলে রীতিমতো ড্রেসকোড মেনে আসতে হবে কর্মীদের। এবং এই নিয়ম জারি করেছেন সদ্যনিযুক্ত সিবিআই ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। সূত্রের খবর, এতদিন পর্যন্ত অফিসাররা রীতিমত ক্যাজুয়াল পোশাক চড়িয়ে অফিসে চলে আসতেন। কখনো পরনে থাকত জিন্স টি-শার্ট, আবার কখনও পায়ে থাকতো স্পোর্টস শু আবার কখনও শুধু চপ্পল।

কিন্তু এবার থেকে নির্দিষ্ট ড্রেসকোড না মেনে অফিসে আসলে পড়তে হবে শাস্তির মুখে। জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ধোপদুরস্ত ফর্মাল পোশাক পড়তে হবে সবাইকে। জামা থেকে জুতো সবকিছু থাকতে হবে টিপটপ। এমনকি পুরুষদের মুখে দাড়ি রাখা চলবে না। মেয়েদের জন্য বলা হয়েছে, হয় শাড়ি না হলে ফর্মাল শার্ট-ট্রাউজার্স পড়ে আসতে পারবে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে, ঢিলেঢালা পোশাকের দিন আপাতত শেষ। উল্লেখ্য, গত 25 শে মে সিবিআই এর নতুন ডিরেক্টর পদে আসেন সুবোধ কুমার জয়সওয়াল। তারপরেই তাঁর নির্দেশে নতুন নির্দেশিকা জারি করলেন সংস্থার ডেপুটি ডিরেক্টর টি ম্যাথিউজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, নতুন নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট ড্রেসকোড স্টাফ থেকে অফিসার সমস্ত কর্মীকে মেনে চলতে হবে। দেশের প্রত্যেকটি সিবিআই শাখা অফিসে ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে। পাশাপাশি ড্রেসকোড মানা হচ্ছে কিনা তা নজর রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি শোনা যাচ্ছে, বরাবরই সিবিআই অফিসে কর্মীদের ড্রেসকোড ছিল। কিন্তু বিগত বেশ কিছু সময় ধরে কর্মীরা নির্দিষ্ট ড্রেসকোড পড়ে আসছিলেন না।

যথারীতি তা উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং এই নোটিশ জারি তারই ফলশ্রুতি। অন্যদিকে ড্রেসকোডের নতুন নিয়ম জারি নিয়ে এখনো পর্যন্ত কর্মীদের তরফ থেকে কোনো আপত্তির কথা শোনা যায়নি। তবে প্রত্যেকেই যে এই নির্দেশের সঙ্গে একমত হবে, তা নয় বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি নবনিযুক্ত ডিরেক্টর যেভাবে দায়িত্ব পেয়ে প্রথম থেকেই নিয়ম-নীতি শক্ত করতে শুরু করলেন, তাতে আগামী দিনে অপরাধ সংক্রান্ত ঘটনাতেও তাঁর মনোভাব কেমন থাকবে, তার কিছুটা আভাস পাওয়া গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!