এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দায়িত্ব পেতেই দল ভাঙ্গানোর খেলা শুরু মুকুলের! পুজোর আগেই একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে! জোর জল্পনা!

দায়িত্ব পেতেই দল ভাঙ্গানোর খেলা শুরু মুকুলের! পুজোর আগেই একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে! জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর মুকুল রায়কে উদ্দেশ্য করে তৃণমূলের পক্ষ থেকে নানা কটাক্ষ করা হয়েছিল। অনেকেই বলেছিলেন, একটা মুকুল রায় গেলে লক্ষ্য মুকুল রায় তৈরি হবে। অনেকে এটাও বলেছিলেন, কাঁচরাপাড়ার কাঁচা ছেলেকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে সকলের সামনে পরিচিত করেছেন। তাই তিনি বিজেপিতে গেলে কোনোই লাভ করতে পারবেন না। কিন্তু এই সমস্ত কিছু মন্তব্যের ঊর্ধ্বে উঠে মুকুলবাবু প্রমাণ করে দিয়েছিলেন, তাঁর রাজনৈতিক শক্তি কতটা বিস্তার লাভ করেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর একের পর এক তৃণমূল বিধায়ক থেকে শুরু করে সাংসদদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাতে সক্ষম হয়েছিলেন তিনি।

শুধু কি তাই! লোকসভা নির্বাচনে সেই মুকুল রায়ের গেমপ্ল্যানের উপর ভরসা করেই ভারতীয় জনতা পার্টি বাংলার মাটিতে 18 টি আসন দখল করে। আর তারপর থেকেই যে কয় দফায় লোকসভা নির্বাচন হয়েছে, ঠিক তত দফায় তৃণমূলকে ভাঙবেন তিনি বলে হুশিয়ারি দিয়েছিলেন মুকুল রায়। পরবর্তীতে দেখা যায়, প্রায় প্রতিদিনই দুপুরবেলায় বিজেপির কেন্দ্রীয় দফতরে চমক আসতে শুরু করে। বাংলার একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা থেকে শুরু করে বিধায়ক যোগ দিতে শুরু করেন ভারতীয় জনতা পার্টিতে। তবে হঠাৎ করেই মুকুল রায়ের হাত ধরে এই দলবদলের খেলা স্তব্ধ হয়ে যায়।

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তো দূর অস্ত, উল্টে যারা মুকুলবাবুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে অনেক নেতাই আবার ঘর ওয়াপসি করে যোগদান করতে শুরু করেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই এরপর তৃণমূলের পক্ষ থেকে সেই মুকুল রায়কে কেন্দ্র করে আরও কটাক্ষের মাত্রা বাড়তে শুরু করে। কিন্তু সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মুকুল রায়। আর এবার দায়িত্ব গ্রহণের সাথে সাথেই কি পশ্চিমবঙ্গের মাটিতে আবার দল ভাঙ্গানোর কাজ শুরু করে দিতে চলেছেন বঙ্গ বিজেপির চাণক্য? বাংলার রাজনৈতিক মহলের অন্দরমহলে কান পাতলে অন্তত সেই রকমই আভাস পাওয়া যাচ্ছে।

সূত্রের খবর, আগামী 8 অক্টোবর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে নবান্ন অভিযান হতে চলেছে। আর সেদিনই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে একাধিক তৃণমূল বিধায়ককে বিজেপিতে যোগদান করাতে চলেছেন সেই মুকুল রায়। আর বাংলার রাজনৈতিক মহলে এই গুঞ্জন তৈরি হতেই তৃণমূল থেকে বিজেপি সব দলেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা। কোন বিধায়ক যাচ্ছেন! কারা দলবদল করছেন! তা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনের আগে এবং পরে যেভাবে মুকুল রায় তৃণমূলকে কার্যত পর্যুদস্ত করে দিয়েছিলেন এবং একের পর এক হেভিওয়েট নেতাকে গেরুয়া শিবিরে যোগদান করিয়েছিলেন, তাতে তৃণমূল অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সাম্প্রতিক কালে আবার সেই সমস্ত নেতাদের মধ্যে অনেকেই ঘাসফুল শিবিরে যোগদান করতে শুরু করেন। যার ফলে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ জানায় তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার মুকুলবাবুর মত নেতা সর্বভারতীয় ক্ষেত্রে বড় দায়িত্ব পেতেই বিধানসভা নির্বাচনের আগে তিনি আবার তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে ময়দানে নামতে চলেছেন বলে মনে করছে গেরুয়া শিবিরের একাংশ। আর যদি মুকুল রায়ের হাত ধরে আগামী 8 তারিখে দিল্লির মাটিতে বাংলার একাধিক তৃণমূল বিধায়ক ঘাসফুল শিবিরে যোগদান করেন, তাহলে আগামী বিধানসভা নির্বাচনের আগে তা তৃণমূলের কাছে বড়সড় বিপাকের কারণ হয়ে দাঁড়াবে বলেই মত বিশেষজ্ঞদের।

একাংশ বলছেন, মুকুল রায় দায়িত্ব পাওয়ার পর দিল্লিতে গিয়ে বিজেপিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার আসন্ন নির্বাচনের জন্য তাকে দায়িত্ব দিয়েছে বলে খবর‌। স্বাভাবিকভাবেই তার কাঁধে বাংলার পরিবর্তনের দায়িত্ব এবং ভোট বাড়ানোর কৌশল রয়েছে। তাই সেদিক থেকে মুকুল রায় বিধানসভা নির্বাচনের আগে এই দলবদলের পালা ঘটিয়ে দিয়ে সেই নির্বাচনের দামামা বাজিয়ে তৃণমূলকে চাপে ফেলে দিতে চাইছেন বলেই দাবি বিশ্লেষকদের।

বিশেষ সূত্র মারফত খবর,  বর্ধমানের এক হেভিওয়েট তৃণমূল বিধায়ক আগামী 8 তারিখে বিজেপিতে যোগ দিতে চলেছেন। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল থেকে বিজেপি, দুই দলের অন্দরেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। তবে বিজেপির পক্ষ থেকে এখনও এই ব্যাপারে তেমন কিছু জানানো হয়নি। একইভাবে তৃণমূলও এই ব্যাপারে নীরবতা পালন করছে। বরঞ্চ তারা এখন খোঁজার চেষ্টা করছে, ঠিক কোন কোন বিধায়ক আগামী 8 তারিখে যে দলবদলের গুঞ্জন তৈরি হয়েছে, তাতে সামিল হতে পারেন! তবে মুকুল রায়ের এই দলবদলের খেলা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা যে সত্যি হতে চলেছে, সেই ব্যাপারটি একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে শারদোৎসবের আগে তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে আগামী 8 তারিখে কি চমক দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!