এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় ধাক্কা মুকুলের, বাংলার চান্যকের জায়গা নিলেন শুভেন্দু!জোর জল্পনা

বড়সড় ধাক্কা মুকুলের, বাংলার চান্যকের জায়গা নিলেন শুভেন্দু!জোর জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। কিন্তু তারমধ্যেই এবার সামনে আসছে গেরুয়া শিবিরের চাঞ্চল্যকর ঘটনা। কানাঘুষো শোনা যাচ্ছে, বিজেপি নেতা মুকুল রায়কে সরিয়ে এবার দায়িত্ব দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর কাঁধে। প্রসঙ্গত, মুকুল রায় দীর্ঘদিন তৃণমূল ছেড়ে চলে এসেছেন গেরুয়া শিবিরে। আর তারপরেই তাঁর ম্যাজিক দেখেছে গেরুয়া শিবির 2019 এর লোকসভা নির্বাচনে। 2 থেকে 18 হওয়ার পেছনে গেরুয়া শিবিরের মুকুল রায় যে অনেকটাই চাণক্যের ভূমিকায় নেমেছিলেন সে কথা মেনে নিয়েছেন রাজনৈতিক মহলের প্রায় সবাই।

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সব থেকে বড় চমকপ্রদ ঘটনাটি ছিল শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে প্রবেশ। কিন্তু এবার শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরের অন্দরেও সমীকরণ বদল হতে চলেছে। দুমাস হয়েছে শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে গিয়েছেন। এর মধ্যেই কিন্তু মুকুল রায়ের হাত থেকে দায়িত্ব আসছে শুভেন্দুর হাতে। আর তা থেকে পরিষ্কার মুকুল রায়ের তুলনায় বিজেপি নেতৃত্ব বেশি ভরসা রাখছে শুভেন্দুর ওপরে। ইতিমধ্যেই আবার গেরুয়া শিবির থেকে দুই বিধায়কের বেসুরো হওয়ার সুবাদে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। এবং সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো- যে দুজন বিধায়ক বেসুরো হয়েছেন, তাঁদের মধ্যে একজন কিন্তু মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।

কিছুদিন আগেই মুকুল রায় নিজেই কালনার জনসভা থেকে প্রকাশ্যে নতুনদের জায়গা ছাড়ার কথা জানিয়েছেন। তখন থেকেই কিন্তু গুঞ্জন শুরু। কিন্তু এবার জানা যাচ্ছে, মুকুল রায়কে সরিয়ে শুভেন্দু অধিকারীর ওপর বেশ কিছু গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। যেমন- মতুয়া ভোটের কথা মাথায় রেখে শান্তনু ঠাকুরের সঙ্গে এবার যোগাযোগের দায়িত্ব দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। এতদিন পর্যন্ত শান্তনু ঠাকুরের সঙ্গে মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়রা যোগাযোগ রাখছিলেন। কিন্তু এবার বিজেপি নেতৃত্ব মুকুল কে সরিয়ে দায়িত্ব দিল শুভেন্দুর ওপর। মনে করা হচ্ছে, মুকুল রায়ের হাত ধরে শান্তনু ঠাকুর গেরুয়া শিবিরে এলেও বর্তমানে মতুয়াদের নিয়ে শান্তনু ঠাকুর কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রত্যাশা অনুযায়ী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ায় শান্তনু ঠাকুর একটু একটু করে বেসুরো হতে শুরু করেছেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এবার শান্তনুকে ধরে রাখার দায়িত্ব দেওয়া হল শুভেন্দুর কাঁধে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু এবং রাজীব বিজেপিতে যাওয়ায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন তাঁরা। আর সেক্ষেত্রে মুকুলকে সরিয়ে শুভেন্দুকে দায়িত্ব দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মুকুল রায় কি তাহলে একটু একটু করে গুরুত্ব হারাচ্ছেন রাজ্য বিজেপির অন্দরে? এ রাজ্যের বিজেপি নেতারা নিজের নিজের পদে থাকলেও কেন্দ্রীয় বিজেপি নেতারা কিন্তু রাজীব এবং শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানা যাচ্ছে।

সেক্ষেত্রে বিজেপির অন্দরের সমীকরণ কিন্তু একটু একটু করে বদলের দিকে। মুকুল রায় এর আগেও গেরুয়া শিবিরে অভিযোগ জানিয়েছেন, তাঁকে কাজে লাগানো হচ্ছেনা বাংলার বিধানসভা নির্বাচনে। সর্বভারতীয় সহ-সভাপতি হওয়ার পরেও মুকুল রায়ের গলায় এই অভিযোগ যথেষ্ট চাঞ্চল্যকর। নতুন করে শুভেন্দু রাজীব মুকুলের কাজের সীমানা সীমিত করছে না তো? একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবিরের এই সমীকরণ বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!