এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একই পরিবারের তিন সদস্যের মৃত্যু এক সপ্তাহের মধ্যে! উত্তর কলকাতায় ছড়াল তীব্র চাঞ্চল্য!

একই পরিবারের তিন সদস্যের মৃত্যু এক সপ্তাহের মধ্যে! উত্তর কলকাতায় ছড়াল তীব্র চাঞ্চল্য!

ক্রমশ সংকটজনক হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। করোনার করালগ্রাস এখন গোটা রাজ্যকে ছেয়ে ফেলেছে। এবার এক সপ্তাহের মধ্যে একই পরিবারের 3 জন ব্যক্তির করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কলকাতা শহর জুড়ে। জানা গেছে, কলকাতার জোড়াবাগান থানা এলাকায় টেগোর ক্যাসল স্ট্রিটের একটি বাড়িতে একই পরিবারের কুড়ি জন সদস্য থাকতেন। অভিযোগ, গত আটদিনে ওই পরিবারের তিন ভাইয়ের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। প্রথমে ওই পরিবারের 65 বছরের এক বৃদ্ধের করোনা উপসর্গ দেখা দিলে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

আর এরপরই সেই বৃদ্ধের দাদার জ্বর হয় এবং তিনি ভর্তি হন বাঙ্গুর হাসপাতালে। পরবর্তীতে এই দুই ভাইয়েরই মৃত্যু হয়। এদিকে এই পরিবারের দুজন সদস্যের মৃত্যুর পর ফের আরও এক সদস্যের মৃত্যুর ঘটনা সামনে আসে। জানা যায়, এদিন সেই পরিবারেই 57 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আর একই পরিবারের তিনজন সদস্যের পরপর মৃত্যু এখন রীতিমত আশঙ্কা তৈরি করেছে গোটা কলকাতা শহর জুড়ে। ইতিমধ্যেই সেই পরিবারের বাকি সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি ক্রমশ সংকটজনক হয়ে উঠছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রেড জোনে থাকা জেলাগুলোর সংখ্যা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। যার ফলে আরও আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় যদি আরও বেশি করে সচেতন না হওয়া যায়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে বিন্দুমাত্র সময় নেবে না বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার বক্তব্য অনুযায়ী জানা যায় যে, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 572। তবে কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতাতেই শুধুমাত্র করোনা আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে 489 জন।

এছাড়াও রাজ্যের অন্যন্য এলাকার করোনা আক্রান্তের সংখ্যা তালিকা দিয়েছে কেন্দ্র। আর কেন্দ্র-রাজ্যের এই ফারাক করোনা ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তবে কলকাতা শহরের একই পরিবারের তিনজন সদস্যের পরপর মৃত্যু এখন চিন্তা বাড়াচ্ছে সকলের। ফলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!