ডেডলাইন ২৬! তীব্র জঙ্গি-নাশকতার আতঙ্কে-আশঙ্কায় তটস্থ গোটা দেশ, বড়সড় পদক্ষেপের পথে দিল্লি? জাতীয় বিশেষ খবর January 18, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাধারণতন্ত্র দিবসের দিনে একটা বড়সড় জঙ্গি হানার আশঙ্কার কথা শোনা যাচ্ছে। সাধারণতন্ত্র দিবসের দিনে দিল্লিতে খালিস্তানি ও আল-কায়েদা জঙ্গী গোষ্ঠী সম্মিলিতভাবে বড়োসড়ো নাশকতার ছক কষতে শুরু করেছে। এই বিস্ফোরক খবর সামনে আসতেই তৎপর হলো দিল্লি পুলিশ। সাধারণতন্ত্র দিবসের দিনে যাতে কোন অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সেজন্য দিল্লির নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, গতকাল থেকে প্রজাতন্ত্র দিবসের মহড়া শুরু হলো দিল্লিতে। গত শুক্রবার দিল্লি পুলিশের কো অর্ডিনেশন বৈঠক বসে। যার উদ্দেশ্য প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিকে কিভাবে নিরুপদ্রব রাখা যায়? কারণ দিল্লি পুলিশ ও গোয়েন্দাদের কাছে ইতিমধ্যেই জঙ্গিহানার বিষয়ে সর্তকতা এসেছে। খালিস্তানি ও আল-কায়েদার জঙ্গিরা যাতে কোনোভাবেই সেদিন দিল্লিকে আক্রমণের লক্ষ্যবস্তু করতে না পারে, সেজন্য দিল্লিতে বড়োসড়ো সুরক্ষা বলয় তৈরি করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয় এই বৈঠকে। সেইসঙ্গে সাধারণতন্ত্র দিবসের দিনে দিল্লিতে কিভাবে কৃষকদের বিক্ষোভ রোখা যাবে? সে ব্যাপারেও আলোচনা হয়েছে এই বৈঠকে। অন্যদিকে, গত শনিবার দিল্লির ট্রাফিক পুলিশ অ্যাডভাইজারি জারি করেছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেদিন দিল্লির পরিবহন ব্যবস্থাকে যানজটমুক্ত রাখতে হবে। সাধারণতন্ত্র দিবসের দিনে কোন রাস্তা চালু থাকবে? কোন রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হবে? এই সমস্ত কিছুর ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা সম্পর্কে গতকাল কন্নট প্লেসের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সিদ্ধার্থ জৈন সংবাদমাধ্যমে জানালেন যে, দিল্লি পুলিশের কাছে তথ্য এসেছে যে, খালিস্তানি জঙ্গিগোষ্ঠী ও আল-কায়েদা জঙ্গি গোষ্ঠী মিলিতভাবে সাধারণতন্ত্র দিবসের দিনে দিল্লিতে নাশকতার ষড়যন্ত্র শুরু করেছে। এই জঙ্গী গোষ্ঠীগুলি সম্মিলিতভাবে কোন অঘটন ঘটাতে পারে সেদিন। তাই দিল্লি পুলিশের পক্ষ থেকে বেশকিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টদের পোস্টার দিল্লির বিভিন্ন স্থানে টানিয়ে দেয়া হয়েছে। কন্নট প্লেসের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সিদ্ধার্থ জৈন জানিয়েছেন, প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের দিনে দেড় লক্ষ মানুষ উপস্থিত হয়ে থাকেন অনুষ্ঠান প্রাঙ্গনে। এবার সে তালিকা অনেকটাই ছোট করা হয়েছে। এবছর ২৫ হাজার লোক দিল্লিতে উপস্থিত থাকতে চলেছেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থলে ১৫ বছরের কম ও ৬৫ বছরের অধিক বয়স্কদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনার মতামত জানান -