এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশের চিরুনি তল্লাশি শুরু- গ্রেপ্তার এক শিক্ষক সহ তিন- মিথ্যা মামলার অভিযোগ

তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশের চিরুনি তল্লাশি শুরু- গ্রেপ্তার এক শিক্ষক সহ তিন- মিথ্যা মামলার অভিযোগ


এবার নিহত তৃণমূল কর্মী খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, গত সোমবার জলঙ্গির ঘোষপাড়ায় খুন হতে হয় শাসকদলের কর্মী হামিদুল মণ্ডলকে। জানা যায়, এদিন সকালে দলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা উপলক্ষে হামিদুল নিজের বাড়ি থেকে বের হয়ে সেই সভার জন্য রওনা দেন। আর এরপরই পথে বোমা মেরে তাকে খুন করা হয় বলে অভিযোগ। আর 21 বছরের এই তৃণমূল কর্মী খুনের ঘটনার পর থেকেই গোটা ঘোষপাড়া এলাকা রীতিমতো থমথমে চেহারায় পরিণত হয়।

এদিকে আর যেন পরিস্থিতি কোনোভাবেই উত্তপ্ত না হয় সেই কারণে পুলিশের পক্ষ থেকে বসানো হয় পুলিশ পিকেটও। আর এই মৃত তৃণমূল কর্মী মৃত্যুর পরই গত সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, এই ঘটনায় ফরাজিপারা প্রাথমিক স্কুলের শিক্ষক পঙ্কজ হালদার এবং ঘোষপাড়ার ব্যবসায়ী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার এই দুই ধৃতকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের দুইজনেরই 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিকে মঙ্গলবার বিকেলেই এই তৃণমূল কর্মী খুনের ঘটনায় ঘোষপাড়া থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মৃত তৃণমূল কর্মীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় মোট 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার মুকেশ কুমার।

এদিকে এদিন সকালে সেই মৃত তৃণমূল কর্মী হামিদুল মন্ডলের শেষকৃত্যে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের নেতারা। আর সেখানেই উপস্থিত সে মৃত কর্মীর স্ত্রী সেরিনা বিবি ও মা ফিরদৌস বিবি দুই বছরের ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, “এই দুই বছরের শিশুকে কিভাবে মানুষ করব বুঝতে পারছি না। দল বা সরকার পাশে না দাঁড়ালে আমাদের পথে বসতে হবে।” তবে মৃত কর্মীর পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই কুড়ি হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দিয়েছেন শাসকদলের নেতৃত্বরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূলের সভাপতি তাহিরূদ্দিন মন্ডল বলেন, “আমরা মৃত কর্মীর পরিবারের পাশে সবসময় থাকব। তবে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য আমরা পুলিশের কাছে দাবি জানিয়েছি।” সব মিলিয়ে এবার জলঙ্গীর ঘোষপাড়ায় তৃণমূল কর্মী মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!