এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দেবাঞ্জন দেব পুরসভার সঙ্গে জড়িত নয়, এমনকি পুরসভার অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি, দাবি পুর কর্তৃপক্ষের

দেবাঞ্জন দেব পুরসভার সঙ্গে জড়িত নয়, এমনকি পুরসভার অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি, দাবি পুর কর্তৃপক্ষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরসভার একাধিক অনুষ্ঠানে দেবাঞ্জন দেবের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে বিভিন্ন শিবির থেকে। অভিযোগ উঠেছে, পুরসভার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জনকে। এমনকি পুর কতৃপক্ষকে মাস্ক-স্যানিটাইজার তুলে দিতেও দেখা গেছে দেবাঞ্জন দেবকে। অভিযোগ, দীর্ঘসময় ধরে এ রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা, পুরসভার শীর্ষ নেতা, আধিকারিকদের সঙ্গে দেবাঞ্জনকে দেখা গেছে। পুরসভার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রেখেছে পুরসভা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেবাঞ্জন দেব একসময় সাক্ষাৎ করেছিল পুরসভার শীর্ষ নেতৃত্ব, আধিকারিকদের সঙ্গে। তবে, তার অর্থ এই নয় যে,দেবাঞ্জন দেবকে পুরসভার অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন যে, পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে, পুরসভার কোন অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিল না দেবাঞ্জন দেব। এমনকি তাঁরা দেবাঞ্জনকে চেনেনও না। এটা যদি সত্যি হয়, তাহলে পুর প্রশাসন থেকে শুরু করে শীর্ষ কর্তারা যেখানে উপস্থিত থাকতেন, সেখানে কি করে ছিল দেবাঞ্জন? তাঁদের সময়ও পুরসভার বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। আমন্ত্রিত ব্যক্তির ছাড়া সেখানে কেউ উপস্থিত থাকতে পারতেন না। অন্যদিকে, কলকাতা পুরসভার বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিত জানালেন যে, সমস্ত কিছুই পুরসভা করাচ্ছে। সবকিছুর সঙ্গেই তাঁদের যোগাযোগ রয়েছে। তাই এখন যদি বলা হয় যে, তাঁরা কিছুই জানতেন না, তাহলে চলবে না। তিনি প্রশ্ন করেছেন, পুরসভার অনুষ্ঠানে অতিথি হিসেবে কি যায়নি দেবাঞ্জন দেব?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পরিপ্রেক্ষিতে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেবাঞ্জনকে কখনোই পুরসভার কোন অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। দেবাঞ্জন প্রশাসক সহ অন্য সদস্যদের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেও, তাকে আমন্ত্রণ জানানো হয়নি। পুর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। তবে, অতিথি নিমন্ত্রণ করার একটা নির্দিষ্ট বিধি রয়েছে। প্রকল্পের শিলান্যাস বা কোন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ, বিধায়ক, বরো চেয়ারম্যান,বরো কোঅর্ডিনেটর, কাউন্সিলর ,ওয়ার্ড কোঅর্ডিনেটর, বিশিষ্টজনদের আমন্ত্রণ করা হয়ে থাকে। তাদের প্রত্যেকের নাম আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়। অনুষ্ঠানের কথা ৫ দিন আগেই দপ্তরকে পুর সচিবের মাধ্যমে পুর কমিশনারকে জানানো হয়। পুরসভার অনুষ্ঠানে যোগ দেবার জন্য যদি দেবাঞ্জন দেব উপস্থিত থাকতেন, তাহলে তার নাম আমন্ত্রণ পত্রে উল্লেখ করা থাকত। কিন্তু পুরসভার লিখিত নথিতে দেবাঞ্জন দেবের নাম পাওয়া যাচ্ছে না।

এ প্রসঙ্গে পুরসভার জনৈক শীর্ষকর্তা জানিয়েছেন যে, করোনার সময়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া কোন অনুষ্ঠানের মধ্যে পড়তো না। তাই এ বিষয়ে পুরসভাকে অভিযোগ করা উচিত নয়। পুরসভার জনৈক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তি ছাড়া কেউ উপস্থিত থাকতে পারতেন না, তাহলে কয়লা মাফিয়া কালে সিংহকে কি তাঁরা আমন্ত্রণ জানিয়েছিলেন? অন্যদিকে, মন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে জানিয়েছেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কালে সিং এর কাছ থেকে চেক নিলে কোন কেলেঙ্কারির অভিযোগ ওঠে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যখন নীরব মোদী বসে থাকেন, তখন কেলেঙ্কারির অভিযোগ করা হয় না। আর কেউ একজন এলে, তাঁকে নমস্কার করলেই বিরাট কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করা হবে? প্রসঙ্গত, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে পুরসভার একাধিক আধিকারিক ও রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীকে বারবার দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এবার, সেই প্রেক্ষিতে পুরসভার দাবি, তার সঙ্গে জড়িত নয় পুরসভা, পুরসভার কোন অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!