এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দেবাঞ্জনের সাথে জড়িত সন্দেহে আরও এক গ্রেফতার, ভুয়ো টিকা নিয়ে আরও সত্য সামনে আসার অপেক্ষায়

দেবাঞ্জনের সাথে জড়িত সন্দেহে আরও এক গ্রেফতার, ভুয়ো টিকা নিয়ে আরও সত্য সামনে আসার অপেক্ষায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্য দেবাঞ্জন প্রসঙ্গ নিয়ে জমজমাট আলোচনা চলছে। সম্প্রতি কসবায় একটি ভ্যাক্সিনেশন ক্যাম্পে গিয়ে করোনা প্রতিষেধক গ্রহণ করেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার পরেই তিনি সন্দেহ প্রকাশ করেন এই ক্যাম্প নিয়ে। এরপর পুলিশ তদন্তে নামে এবং দেখা যায় একটি করোনা টিকাকরণ নিয়ে একটি বড় প্রতারণা চক্র চলছে কলকাতাজুড়ে। এই ভ্যাক্সিনেশন ক্যাম্পের মালিক হিসাবে চিহ্নিত দেবাঞ্জন দেব আগেই এসেছে পুলিশের হাতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার দেবাঞ্জন দেবকে যে ব্যক্তি অফিস ভাড়া দিয়েছিলেন, সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করল।

জানা গিয়েছে, জাল টিকা কেলেঙ্কারির মূল পান্ডা দেবাঞ্জন দেবকে বিরাটির অশোক কুমার রায় বলে এক ব্যক্তি তাঁর অফিসটি ভাড়া দিয়েছিলেন। বুধবার রাতে এই অশোক কুমার রায় পুলিশের জালে ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবশ্য তিনি স্বীকার করেছেন দেবাঞ্জন দেব যে অফিসটি ব্যবহার করত সেটি তাঁর। অন্যদিকে জানা গিয়েছে, এই অশোক কুমার রায়ের বেশ কিছু আত্মীয় কসবার ভ্যাক্সিনেশন ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন। দেবাঞ্জনের কসবার অফিসটি দেখে তদন্তকারী অফিসাররাও রীতিমত অবাক হয়ে গিয়েছেন। পুরোদস্তুর ঝাঁ-চকচকে অফিস সবরকম সুবিধা সহ। এরকম একটি অফিসে বসে যে এত বিশাল বড় প্রতারণা চক্র চলছে তা ভাবতেই অবাক লাগে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেবাঞ্জনের সঙ্গে অন্যতম কুচক্রী হল তাঁর দাদা কাঞ্চন। অশোক কুমার রায়কে গ্রেফতার করার পর তাঁকে আজকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সূত্রের খবর, দেবাঞ্জনের কাছে অফিস ভাড়া বাবদ 65000 টাকা পেতেন অশোক কুমার রায়। প্রশ্ন উঠেছে দেবাঞ্জনই বা এত টাকা কোথা থেকে পেত? তবে তদন্তকারীদের অনুমান, অশোক কুমার রায় দেবাঞ্জনকে অফিস ভাড়া দিলেও জালিয়াতি কাজকর্মের সঙ্গে তাঁর প্রত্যক্ষভাবে কোন যোগ নেই। তিনি হয়তো সবই জানতেন, কিন্তু কোনো প্রতিবাদ কখনোই করেননি। বৃহস্পতিবার আদালতে পেশ করে তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে সমস্ত উত্তর জানার জন্য এখন উদগ্রীব পুলিশ।

খুব স্বাভাবিকভাবেই অশোক কুমার রায় পুলিশের হাতে ধরা পড়ায় মনে করা হচ্ছে, দেবাঞ্জন সম্পর্কে আরও বেশ কিছু নতুন তথ্য সামনে আসবে। কার্যত এই দেবাঞ্জন দেব শুধুমাত্র মানুষকেই বেকুব বানিয়ে ছেড়েছেন তা নয়, তার জন্য প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এই দুর্নীতিতে যদি সরকারের পক্ষে কাউকে জড়িত থাকতে দেখা যায়, তাহলে তাঁকে কোনোভাবেই রেয়াত করা হবে না। সবমিলিয়ে দেবাঞ্জন দেবের প্রতারণা মামলা যত দিন যাচ্ছে ততই আরও জটিল হওয়ার পথে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!