এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কোনো মায়ের কোল খালি করার জন্য এই স্বৈরাচারী সরকার থাকবে না: দেবশ্রী চৌধুরী

কোনো মায়ের কোল খালি করার জন্য এই স্বৈরাচারী সরকার থাকবে না: দেবশ্রী চৌধুরী


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ভোটের হিংসায় আহত বিজেপি কর্মীদের দেখতে বিভিন্ন জায়গায় পরিদর্শন শুরু করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরী। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব সভাপতি ত্রিদিব মন্ডল ও দুই সাধারণ সম্পাদক নারায়ণ মল্লিক ও প্রতিশ্রুতি দেবনাথকে সঙ্গে নিয়ে গতকাল তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে যান নির্বাচনের দিন আহত কর্মী প্রদীপ সর্দারকে দেখতে। রামচন্দ্রখালি অঞ্চলের উত্তর মোকামবেরিয়ায় ১১৩ নম্বর বুথে অশান্তির জেরে গুরুতর আহত হন প্রার্থী সোমা সর্দারের স্বামী প্রদীপ সর্দার। অভিযো তৃণমূল কংগ্রেস কর্মীরা ছাপ্পা দিতে গেলে বাধা দেন প্রদীপবাবু, তখন তাঁকে মাটিতে ফেলে মেরে কোমর ভেঙে দেওয়া হয়।

আহত দলীয় কর্মীকে দেখে ফেরার পথে দেবশ্রীদেবী প্রিয়বন্ধু বাংলার সাংবাদিকের মুখোমুখি হলে, তাঁর প্রশ্নের উত্তরে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি জানান, নির্বাচনের দিন যে সন্ত্রাস হয়েছে তা গোটা দেশ দেখেছে। কর্নাটকে বিধানসভা নির্বাচন হয়ে গেল অথচ এতটুকু অশান্তির খবর নেই, অথচ বাংলায় সামান্য পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে হিংসা। মুখ্যমন্ত্রী মুখে বলেন তিনি আদিবাসীদের বা সংখ্যালঘুদের উন্নয়ন করেন, কিন্তু তাহলে কেন এসসি-এসটিদের উপর এরকম আক্রমন নেমে আসছে? কাল কতজন সংখ্যালঘু মানুষ প্রাণ হারিয়েছেন? আগেকার হার্মাদরা এখন শাসকদল এসে ঢুকে এইসব অশান্তি ছড়াচ্ছে। শাসকদল নির্বাচনের দিন যে লাগামহীন সন্ত্রাস করেছে তার পরিপ্রেক্ষিতে এবারের পঞ্চায়েতে বিজেপি যদি একটিও আসন না পায়, তাহলেও নিশ্চিত থাকুন ২০১৯ থেকেই এই রাজ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। ২০২১ এর পর এই স্বৈরাচারী সরকার আর থাকবে না। আমাদের দল কথা দিচ্ছে আগামী পঞ্চায়েতে বাংলায় কোনো মায়ের কোল খালি করতে, কোনো মেয়ের সিঁথির সিঁদুর মুছে দিতে বা কোনো মহিলাকে অসম্মানিত করতে এই স্বৈরাচারী সরকার আর থাকবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!