এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দেবকে নিয়ে বিতর্ক মাথা চাড়া দিতেই রাজনৈতিক মহলে অন্য গুঞ্জন, জেনে নিন সবিস্তারে

দেবকে নিয়ে বিতর্ক মাথা চাড়া দিতেই রাজনৈতিক মহলে অন্য গুঞ্জন, জেনে নিন সবিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে চলছে একুশের বিধানসভার নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। একুশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের মুখ্য আকর্ষণ হিসেবে চলছে ব্যাপক দলবদল। তৃণমূল থেকে দলে দলে ভিড় জমাচ্ছে গেরুয়া শিবিরে। এরই মধ্যে অভিনেতা এবং তৃণমূল সাংসদ দেবকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আগামী 7 ফেব্রুয়ারি হলদিয়াতে শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন। সেই সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সাংসদ দেবকে। কিন্তু দেব সেই আমন্ত্রণ পত্রপাঠ ফিরিয়ে দিয়েছেন। সেই বিষয় নিয়ে জল্পনা চলাকালীন আরও একটি বিষয় নিয়ে বিতর্ক সামনে এসেছে।

সম্প্রতি শুরু হয়েছে প্রযোজক দেবকে নিয়ে অন্য বিতর্ক। প্রযোজক দেবের তৈরি অন্যতম বাংলা ছবি হল ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় এবং সুরকার ও গীতিকার হলেন কবীর সুমন। ছবির একটিগানের লাইন ছিল ‘কমলা দল’। আর এই শব্দটি পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়কে না জানিয়ে বদলানো হয়েছে বলে অভিযোগ এই ছবির পরিচালক অনিকেত চ্যাটার্জ্জীর। আর এখানেই পরিচালকের সঙ্গে প্রযোজক দেবের লেগেছে সংঘাত। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী সিনেমার একটি গানের কথা বদলে দেওয়া নিয়ে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। প্রসঙ্গত দেব এবং কবীর সুমন দুজনেই তৃণমূলের সক্রিয় সদস্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সিনেমায় একটি গান ব্যবহার করা হয়েছে যেখানে রাজনৈতিক রঙ লেগেছে। আর সেটাই সমস্যা। গানের কথা বদলে যাওয়ায় এবার ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন। অনিকেত চট্টোপাধ্যায় দাবি করেন, তাঁকে না জানিয়ে গানের কথা বদলে ফেলা হয়েছে। ছবির প্রযোজক দেবের মনে হয়েছে, এই ছবি এবং এই গান অত্যন্ত রাজনৈতিক। আর তাই এই গানকে বদলে দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। তবে অনিকেত চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, গানের সব বদলে গেলেও আসল গান তাঁর কাছে রয়েছে এবং সেই গান তিনি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেবেন।

তবে অনিকেত চট্টোপাধ্যায় স্বীকার করেছেন, এই ছবি আদ্যোপান্ত আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে, তাঁদের অত্যাচারের বিরুদ্ধে। অন্যদিকে অনিকেত চট্টোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ সত্ত্বেও সাংসদ দেব এই নিয়ে মুখ খোলেননি। খুব স্বাভাবিকভাবেই আরএসএস ও বিজেপি বিতর্কে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের পাশে দেবের না থাকায় শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলের অনেকেই ইঙ্গিত দিচ্ছেন, তাহলে কি তৃণমূল সাংসদের গেরুয়া শিবিরের প্রতি কিছুটা নরম মনোভাব? নাকি রাজনৈতিক বিতর্ক এড়াতে তিনি তাঁর ছবিতে ব্যবহৃত গানের কথাই বদলে ফেললেন? নাকি এর পেছনে আছে আরো একটি দলবদল এর কাহিনী?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!