এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রয়াত হলেন প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী তথা রাজ্যসভার সাংসদ, শোকের ছায়া রাজনৈতিকমহলে

প্রয়াত হলেন প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী তথা রাজ্যসভার সাংসদ, শোকের ছায়া রাজনৈতিকমহলে

মহাপ্রয়ান হলো গোয়ার প্রাক্তন রাজ্য সভাপতি তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তারাম নায়েকের। বেশ কয়েকদিন ধরে তিনি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোয়া প্রদেশ মহিলা কংগ্রেস প্রধান প্রতিমা মাহাতো জানালেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শান্তারাম নায়েকের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য ২০১৭ সালের জুলাই মাসে শান্তারাম নায়েক গোয়া কংগ্রেস সভাপতির দায়িত্ব লুইজিনহো ফালেরিও-র হাতে তুলে দেন । তাঁর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও পুত্র। দীর্ঘদিন তিনি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে দলের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন । ১৯৮৪ সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের জন্যে শান্তারাম নায়েক লোকসভার সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের প্রথম থেকে তিনি গোয়াকে আলাদা রাজ্য করার দাবি জানিয়েছিলেন । ১৯৮৭ সালে সেই দাবি পূরণ হয়। ২০০৫-২০১১ ও ২০১১-২০১৭ এই দুবার তিনি গোয়া থেকে রাজ্যসভার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তাঁর রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন অর্থাৎ ২০১৭ সালের জুলাই মাসে রাজ্যসভার নির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় তেন্ডুলকরের কাছে শান্তারাম নায়েক পরাজিত হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!