এখন পড়ছেন
হোম > জাতীয় > পরবর্তী পদক্ষেপ নিয়ে বড় জট পাকালো – নারদ-তদন্ত আপাতত বিশ বাঁও জলে!

পরবর্তী পদক্ষেপ নিয়ে বড় জট পাকালো – নারদ-তদন্ত আপাতত বিশ বাঁও জলে!

সমস্যা সমাধানের বদলে যত দিন যাচ্ছে একের পরে এক সমস্যা ঘিরে ধরছে নারদা কাণ্ডের তদন্তকে। এবার সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের ব্যবহৃত টেলিফোন সংস্থা অ্যাপল ইনকরপোরেটের পক্ষ থেকে কোনো লুকোছাপা না করেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তারা ম্যাথু স্যামুয়েলের আই-ফোনের পাসওয়ার্ড বা অ্যাপল কোড জানাবে না। চলতি সপ্তাহেই ক্যালিফোর্নিয়া থেকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মাধ্যমে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে অ্যাপল। সিবিআই সূত্রে প্রকাশিত খবর অনুসারে, সংস্থার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার যে পদ্ধতি বা নীতি তাঁরা মেনে চলেন তার বিরুদ্ধতা করতে পারবেন না তাঁরা। সেই কারণে তাঁরা ভারতীয় তদন্তকারী সংস্থার করা অনুরোধ রাখতে পারছেন না।

তবে অ্যাপেল সিবিআইকে একটি বিষয়ে নিশ্চিত করেছে যে মাথুর দেওয়া ফুটেজ আই ফোন-৪-এস মোবাইলেই শুট করা হয়েছিল। সিবিআই সূত্রে আরো জানা গিয়েছে তাঁদের তদন্তে অ্যাপলের এই সিদ্ধান্ত যথেষ্ট প্রভাব ফেলবে। এরফলে সিবিআই কর্তাদের মাথুর মোবাইলে পাওয়া ফোল্ডারে ২৮ মিনিটের ভিডিও’র পর্যালোচনা করতে বাধার সম্মুখীন হতে হবে। প্রসঙ্গত, ম্যাথুর মোবাইলে পাওয়া ফোল্ডার খোলার চেষ্টা করতেই দেখা যায় সেটি অ্যাপল কোড দিয়ে লক করা। এদিকে ম্যাথু স্যামুয়েল দাবি করেন ওই ফোল্ডারের পাসওয়ার্ড তিনি ভুলে গিয়েছেন। তারপরেই চলতি বছর মার্চ মাসে কোন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিদেশ মন্ত্রকের মাধ্যমে অ্যাপল কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে। তাঁরা সেই ফোল্ডারের পাসওয়ার্ড চান তদন্তের স্বার্থে। সিবিআইয়োর এক শীর্ষ কর্তা দাবি করলেন ফোন নিয়ে অ্যাপলের রিপোর্টে এই কেসে কিছুটা হলেও ধোঁয়াশা কাটলো। এরফলে স্বভাবতই তদন্তের গতি বৃদ্ধি পাবে বলে দাবি করা হয়েছে। জানা যাচ্ছে আগামী ২০ শে জুলাই সিবিআই নারদা তদন্তে কতটা অগ্রগতি হল সে বিষয়ে হাইকোর্টে রিপোর্ট পেশ করবে। কিন্তু অ্যাপলের কাছ থেকে পাসওয়ার্ড না পাওয়ায় আদালতে মামলা উঠলে ভিডিও ফুটেজের সত্যতা বা তা এডিট করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠলে তা কতখানি বিশ্বাসযোগ্যভাবে প্রমান করা যাবে তা নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। ফলে অভিযুক্তরা আইনের ফাঁক গোলে বেরিয়ে যেতে পারেন বলে আশঙ্কা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!