দেহত্যাগ করলেন বর্ষিয়ান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। শোকের ছায়া রাজনৈতিক মহলে জাতীয় রাজনীতি January 2, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৮৬ বছর বয়সে দেহত্যাগ করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং। ২১ সে মার্চ ১৯৩৪ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং এর জন্ম। তিনি কংগ্রেসের একজন শীর্ষ স্থানীয় নেতা ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। বিহারের রাজ্যপালের পদেও আসীন ছিলেন তিনি। তাঁর মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে রাজনীতি মহলে। টুইট করে শোক প্রকাশ করেছেন অনেকে। আকালি দলের সদস্য হিসেবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং। তবে, পরবর্তীকালে তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন। ১৯৬২ সালে প্রথমবারের জন্য তিনি সাংসদ হয়েছিলেন। সাধনা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। দীর্ঘসময় ধরে রাজনীতি ও প্রশাসনের সঙ্গে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন । আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - রাজীব গান্ধী সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন তিনি ১৯৮৬ থেকে ১৯৮৯ পর্যন্ত। আবার ১৯৮৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এরপর ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিহারের রাজ্যপালের পদে আসীন ছিলেন তিনি। এরপর ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি তফসিলি জাতি বিষয়ক জাতীয় কমিশনের চেয়ারম্যানের পদে আসীন ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও টুইট করে শোক বার্তা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যতে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, পুর মন্ত্রী ফিরহাদ হাকিম, আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক, কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়, কে সি বেণুগোপাল প্রমুখরা। আপনার মতামত জানান -