এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দেহরক্ষীর মৃত্যুতে শুভেন্দুর ওপর চাপ বাড়াতে নয়া কৌশল সিআইডির, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে!

দেহরক্ষীর মৃত্যুতে শুভেন্দুর ওপর চাপ বাড়াতে নয়া কৌশল সিআইডির, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রায় তিন বছর আগে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৎকালীন মন্ত্রী তথা বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। তবে বর্তমান পরিস্থিতিতে সেই শুভেন্দুবাবুর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। স্বাভাবিকভাবেই একাংশ অভিযোগ তুলছেন, যেভাবে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার শুভেন্দু অধিকারীকে চাপে রাখতেই পাল্টা সিআইডিকে দিয়ে এই ধরনের তদন্ত করাতে উদ্যত হয়েছেন।

যাকে কেন্দ্র করে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছেন শুভেন্দুবাবু এবং তার দল ভারতীয় জনতা পার্টি। তবে এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর ওপর আরও চাপ বাড়িয়ে দিয়ে সিআইডির পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত ভার গ্রহণ করে মৃত নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গেল সিআইডি আধিকারিকদের। স্বাভাবিক ভাবেই তদন্ত প্রক্রিয়া যে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করেছে এবং ভবিষ্যতে যে এই বিষয়টি নিয়ে জল অনেকদূর গড়াবে, তা বলাই যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2018 সালের 14 অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তৎকালীন রাজ্য সরকারের মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। আর তারপর থেকেই শুভব্রতবাবুর স্ত্রী তার স্বামীর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেন। পরবর্তীতে সম্প্রতি এই ব্যাপারে কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করতে দেখা যায় তার সহধর্মিনীকে। এদিকে এই ঘটনার পরেই পাল্টা সিআইডির পক্ষ থেকে তদন্তভার গ্রহণ করা হয়।

অনেকেই আশঙ্কা করতে শুরু করেন, শুভেন্দু অধিকারীকে চাপে রাখতেই তার প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু নিয়ে এবার তদন্ত শুরু করল সিআইডি। যদিও বা এর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো যোগ নেই বলে দাবি করতে শুরু করেন একাংশ। আর এই পরিস্থিতিতে তদন্তভার গ্রহণ করার পরেই এদিন মৃত শুভব্রত চক্রবর্তীর বাড়িতে উপস্থিত হয় সিআইডি আধিকারিকরা। যেখানে পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সিআইডি আধিকারিকদের পক্ষ থেকে নিহত শুভব্রত চক্রবর্তীর পরিবারের সদস্যদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। এক্ষেত্রে সিআইডি আধিকারিকরা শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যু নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে রহস্য ভেদ করার উদ্যোগ নিয়েছেন। কেননা প্রথম থেকেই শুভব্রতবাবুর মৃত্যুর পরে তার স্ত্রী সহ পরিবার পরিজনের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, একজন মন্ত্রীর দেহরক্ষী হয়েও কেন তিনি অ্যাম্বুলেন্স পেলেন না? এক্ষেত্রে এর পেছনে যথেষ্ট ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করতে শুরু করেছিলেন একাংশ।

আর এই পরিস্থিতিতে সম্প্রতি এই ব্যাপারে এফআইআর দায়ের হতেই রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। আর সিআইডি সেই তদন্তভার গ্রহণ করে যেভাবে তৎপরতা দেখাতে শুরু করল, তাতে আগামী দিনে এই বিষয় নিয়ে টালমাটাল হতে পারে রাজ্য রাজনীতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে শুভব্রত চক্রবর্তীকে নিয়ে রহস্য উন্মোচন করতে সিআইডির পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!