এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দেখ কেমন লাগে! দলদাস পুলিশ নোটিশ দিতেই উচিত শিক্ষা হাইকোর্টের! উজ্জীবিত বিজেপি!

দেখ কেমন লাগে! দলদাস পুলিশ নোটিশ দিতেই উচিত শিক্ষা হাইকোর্টের! উজ্জীবিত বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের পুলিশ আর কিছু না পারুক, বিজেপি নেতাদের ভালো করে কেস দিতে পারে। তৃণমূলের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা নোটিশ দিয়ে তাদেরকে গ্রেফতার করতে পারে। আর সেটাই আড়িয়াদহ কান্ডে গ্রেপ্তার হওয়া, জয়ন্ত সিংহের অত্যাচারের ভিডিও ভাইরাল করা বিজেপি নেতার সঙ্গে এই রাজ্যের পুলিশ করতে গিয়েছিল। কিন্তু সেটা করতে গিয়ে আজ আদালতে আবার ঠাস ঠাস করে থাপ্পর খেতে হল তাদের।

প্রসঙ্গত, আরিয়াদহ কান্ডে জয়ন্ত সিং যে অত্যাচার করেছে সাধারণ মানুষের সঙ্গে, তার একটি ভিডিও ভাইরাল হয়। যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে পুলিশ বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জিকে নোটিশ পাঠিয়ে দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে, অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে পুলিশ কেন যারা সমাজের সামনে সত্যতা তুলে ধরছে, তাদেরকে নোটিশ দিচ্ছে? স্বাভাবিকভাবেই সেই বিজেপি নেতা আদালতের দ্বারস্থ হন। আর তার পরি প্রেক্ষিতেই আজ আদালতের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হলো।

যেখানে বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, আদালতের নির্দেশ ছাড়া এই বিজেপি নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। স্বাভাবিক ভাবেই এই পুলিশ আর কতবার আদালতের কাছে থাপ্পড় খাবে! কতবার তৃণমূলকে রক্ষা করতে গিয়ে দুষ্কৃতীদের বাঁচাতে গিয়ে এইভাবে নিরপরাধ বিজেপি কর্মীদের হেনস্থা করতে গিয়ে নিজেদের মুখ পোড়াবে? দিনের শেষে কটাক্ষ করে তেমনটাই বলছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!