এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লিতে রাজনীতি তুঙ্গে – ধর্নায় বসা কেজরিওয়ালের সঙ্গে দেখা করার অনুমতি মিলল না মমতার

দিল্লিতে রাজনীতি তুঙ্গে – ধর্নায় বসা কেজরিওয়ালের সঙ্গে দেখা করার অনুমতি মিলল না মমতার


গত সপ্তাহে বুধবারই আম আদমী পার্টির অবস্থান ধর্ণাকে সমর্থন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোস্যাল মিডিয়ায় ট্যুইট করেছিলেন। এরপরে  প্রধানমন্ত্রীর আমন্ত্রনে নীতি আয়োগের বৈঠকে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর যাওয়া চুড়ান্ত হতেই অনুমান করা সহজ হয় যে দিল্লী সফর কালে তিনি একবার হলেও অরবিন্দ কেজরীওয়ালের ধর্নাস্থলে যাবেন। কিন্তু এত পরিকল্পনা সহ জল্পনা কল্পনার মাঝে বাধ সাধলেন দিল্লীর লেফ্টেন্যান্ট গভর্নর অনিল বৈজল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি দিল্লীর মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাক্ষাতে বাধা হয়ে দাঁড়ালেন। তাই এক প্রকার বাধ্য হয়েই  কেজরীবালের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সুনীতা কেজরীবালে’র সঙ্গে দেখা করলেন চার রাজ্যের মুখ্যমন্ত্রী। যথাক্রমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কর্নাটকের এইচডি কুমারস্বামী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। উল্লেখ্য আইএএস অফিসারদের ‘ধর্মঘট’-ইস্যুতে লেফ্টেন্যান্ট গভর্নরের সঙ্গে সংঘাতের জেরে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বৈজলের বাসভবনের ধর্নায় বসেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং উন্নয়নমন্ত্রী গোপাল রাই। এদিন ছিলো ঐ ধর্ণার ৬’তম দিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!