এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দিল্লি গেলেন দিলীপ ঘোষ, বাম-কংগ্রেসের জোট নিয়ে কি ভাবছে বিজেপি ? মুখ খুললেন

দিল্লি গেলেন দিলীপ ঘোষ, বাম-কংগ্রেসের জোট নিয়ে কি ভাবছে বিজেপি ? মুখ খুললেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বাংলা রাজনৈতিক মসনদ দখলের লড়াইতে রাজ্যের শাসক দল তৃণমূলকে পিছনে ফেলতে গেরুয়া শিবির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই জানা গেছে বাংলায় পাঁচটি জোনে ভাগ করে রাজ্যের দায়িত্ব নিয়েছেন রাজ্যের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতারা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলার রাজনীতিতে একমাত্র শাসক দল তৃণমূল ও বিজেপি এইমুহুর্তে বিধানসভা মসনদ দখলের লড়াইতে প্রথম সারিতে রয়েছে। রাজ্যের অন্যান্য দলগুলি কিছুটা পিছিয়ে আছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের মসনদ দখলে বিজেপি এইমুহুর্তে অত্যন্ত তৎপর।

রাজ্যের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা করতে এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিতেই দিলীপ ঘোষ যাচ্ছেন দিল্লী। অন্যদিকে দিল্লি যাবার পথেই সাংবাদিকরা তাঁকে যখন প্রশ্ন করে, বঙ্গের বাম কংগ্রেস জোট নিয়ে তিনি কি চিন্তা-ভাবনা করছেন, সেই সময় দিলীপ ঘোষ উত্তরে রীতিমতো কটাক্ষ করে বলেন রাজ্যে বাম কংগ্রেস জোট করে আগের বারেও লড়েছে। কিন্তু মানুষ তাঁদের গ্রহণ করেনি। এদিন তিনি দাবি করেছেন, রাজ্যের মানুষ পেছনে ফিরে আর তাকাতে চায়না। তাই তারা নতুন করে সুযোগ দিচ্ছে এবার ভারতীয় জনতা পার্টিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপিকে ভরসা করেই লোকসভায় রাজ্যের মানুষ ভোট দিয়েছে আর বিধানসভা নির্বাচনের নিরিখেও রাজ্যের মানুষ তাঁদেরকেই জেতাবেন বলে আশাবাদী শুনিয়েছে এদিন রাজ্য বিজেপি সভাপতিকে। অন্যদিকে দেখা যাচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনের তোড়জোড় শুরু হতেই রাজ্যে একে একে হাজির হচ্ছেন কেন্দ্রীয় গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতারা। ইতিমধ্যেই রাজ্যে হাজিরা দিয়েছেন অমিত শাহ, জে পি নাড্ডা। কয়েক মিনিটের জন্য প্রধানমন্ত্রীও ঘুরে গেছেন। আর এই নিয়ে এদিন রাজ্য বিজেপি সভাপতি জানিয়ে দেন, প্রতিমাসেই এবার থেকে মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ রাজ্যের পরিস্থিতি দেখতে আসবেন।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে বামেরা রাজ্য রাজনীতিতে গুরুত্ব হারিয়েছেন। অন্যদিকে কংগ্রেস হয়ে পড়েছে কোণঠাসা। আর তাই বেশ কিছুদিন ধরেই একসময়ের তীব্র প্রতিদ্বন্দ্বি বাম এবং কংগ্রেস একে অপরের সঙ্গে জোট বেঁধে এখন রাজ্য রাজনীতিতে লড়াই করছে। আর তাই নিয়েই একাধারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যেরকম কটাক্ষ করলেন, ঠিক সেভাবেই শাসক দল থেকেও বিভিন্ন সময় কটাক্ষ ভেসে আসে। তবে 2021 এর বিধানসভা নির্বাচন যে কোন দলের পক্ষেই খুব একটা সহজ যে হবেনা, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। আর সেদিকে নজর রেখেই গেরুয়া শিবিরের দিল্লী কলকাতা যাত্রাপথ এতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!