এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পরামর্শ দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী, কি বললেন তিনি? জেনে নিন

দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পরামর্শ দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী, কি বললেন তিনি? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দেশের করোনা পরিস্থিতি আবার সংকটজনক জায়গায় পৌঁছেছে। পাশাপাশি সাধারণ মানুষের মনে আবার লকডাউন আতঙ্ক ফিরে ফিরে আসছে। ঠিক এই অবস্থায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নড়বড়ে হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এই জায়গায় দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় সরকারের জন্য রাজ্যের তরফ থেকে পরামর্শ দিলেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত, দেশের অর্থনৈতিক ব্যবস্থা আবার যখন টালমাটাল হওয়ার আতংকে দিন গুনছে, সেসময় রাজ্যের আর্থিক প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরামর্শ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে।

বাংলায় যেভাবে লক্ষীর ভান্ডারের মাধ্যমে সাধারণ মানুষের হাতে নগদ টাকা তুলে দেওয়া হচ্ছে, কেন্দ্র যদি সেরকম একটি প্রকল্প গোটা দেশের জন্য চালু করে, তাহলে চলতি পরিস্থিতি মোকাবিলা করা অনেক বেশি সহজ হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন। ফেব্রুয়ারীতে হতে চলেছে 2022- 23 অর্থবছরের বাজেট। আর তার আগে দেশের প্রতিটি রাজ্যের অর্থমন্ত্রীদের এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি নির্মলা সীতারামনের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের হাতে যদি নগদ যোগান দেওয়া যায় এই মুহূর্তে, তাহলে দেশের আর্থিক ভিত্তি অনেকটাই মজবুত থাকবে। কার্যত কোভিডকালে দেশের আর্থিক পরিস্থিতির অবনতি হলেও বাংলায় কিন্তু আর্থিক পরিস্থিতি যথেষ্ঠ স্বাভাবিক বলে দাবি করেন এদিন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং এর পেছনে প্রধান কারণ হিসেবে মানুষের হাতে রাজ্য সরকারের অর্থের জোগান দেওয়াকেই বড় করে দেখিয়েছেন তিনি।

অর্থাৎ লক্ষীর ভান্ডারের মতন একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সাধারণ মানুষের হাতে নগদের যোগান বাড়াচ্ছেন। আর তার ফলে সাধারণ মানুষ কিছুটা অসুবিধা কাটিয়ে উঠতে পারছে। তপশিলি জাতি উপজাতি এবং বয়স্কদের জন্যও ভাতার ব্যবস্থা করেছে বাংলার সরকার বলে তথ্য দেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগ জানিয়ে তিনি বলেন, খাদ্য সুরক্ষার মত খাতে কেন্দ্র এখনো পর্যন্ত 100% জায়গায় বিনিয়োগ না করে 60% বিনিওগ করে। বেশিরভাগ প্রকল্পে কেন্দ্র 50 % বিনিয়োগ করে। আর সেক্ষেত্রে অবস্থা বদলানোর দাবি জানিয়েছেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্যের এই পরামর্শ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কতটা গ্রহণ করবেন, তা অবশ্য সময় বলবে। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, যে সময় সাধারণ মানুষের হাতে টাকার যোগান কমে গেছে, ঠিক সেসময় যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকার যোগান দেওয়া হয় তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা হলেও বদল হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!