এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার জন্য নিজামুদ্দিনের দিকেই আঙ্গুল তুলছেন কেজরিওয়ালের মন্ত্রী!

করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার জন্য নিজামুদ্দিনের দিকেই আঙ্গুল তুলছেন কেজরিওয়ালের মন্ত্রী!

টানা 21 দিন লকডাউনের ফলে দেশ থেকে করোনা অনেকটাই পিছু নিত বলে আশা করা হয়েছিল। এমনকি সেই মতো সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎই দিল্লিতে নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশ আতঙ্ক বাড়িয়ে দিতে শুরু করে। ইতিমধ্যেই সেই নিজামুদ্দিনের সমাবেশের পরে দেশজুড়ে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করোনা সংক্রমণের জন্য ইতিমধ্যেই নিজামুদ্দিনের সমাবেশের আয়োজন তবলিগি জামাতকে দায়ী করা হয়েছে। আর এবার কেন্দ্রের পথে হেটে সেই একই কথা বলল দিল্লির আম আদমি পার্টির সরকার। সূত্রের খবর, এদিন দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, “দিল্লিতে এই যাবত 669 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। যাদের মধ্যে 426 জনের সঙ্গে তাবলিগি জামাতের সম্পর্ক রয়েছে।”

তিনি আরও বলেন, “দিল্লিতে জরুরি অবস্থা জারি করার মত পরিস্থিতি তৈরি হয়েছে। নিজামুদ্দিনের জমায়েত নিয়ে আগেই সক্রিয় হলে দিল্লিতে এভাবে সংক্রমণের ঘটনা বাড়ত না।” তবে এখনও পর্যন্ত যে কুড়িটি হটস্পট এলাকাকে চিহ্নিত করা হয়েছে, সেখানে পরীক্ষা শুরু হলে আরও প্রচুর করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কেন্দ্রীয় সরকারের পর এবার দিল্লির রাজ্য সরকারের পক্ষ থেকেও ভয়াবহতার জন্য তবলিগি জামাতকে দায়ী করায় এখন অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে সেই সংগঠন। বস্তুত, বারবার জমায়েত না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পক্ষে প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হলেও, তাকে কার্যত অস্বীকার করে দিল্লির এই জমায়েত নানা প্রশ্ন তুলে দিয়েছিল।

দেশজুড়ে যখন করোনা ভয়াবহতা মহামারীর আকার নিয়েছে, তখন কেন এই সংগঠনে এহেন দায়িত্বজ্ঞানহীন কাজ করল! তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সকলেই। আশ্চর্যজনকভাবে দেখা গিয়েছিল, এই সংগঠনের ধর্মীয় সমাবেশের পরই দেশে করোনার আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে শুরু করেছে।

আর এমতাবস্তায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই তাবলিগি জামাতকে দায়ী করার পর, এবার দিল্লির আম আদমি পার্টির সরকারের হেভিওয়েট মন্ত্রী ব্যাপারে সেই সংগঠনকে দায়ী করায় রীতিমতো গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, নিজামুদ্দিনের এই ধর্মীয় সমাবেশের ফলে ভারতকে করোনা গ্রাসে কতটা ভুগতে হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!