এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লিতে গিয়েই বিরোধী জোট গঠনে বড় পদক্ষেপ মমতার, চাপ বাড়বে বিজেপির! গুঞ্জন চরমে!

দিল্লিতে গিয়েই বিরোধী জোট গঠনে বড় পদক্ষেপ মমতার, চাপ বাড়বে বিজেপির! গুঞ্জন চরমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। সেদিক থেকে এবারে তার এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মূলত, বিজেপি বিরোধী মহাজোট গঠনের জন্য দিল্লি সফরে গিয়ে একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।

পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রশাসনিক বিষয়ে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে তার। আর এই সমস্ত বিষয়কে ঘিরে এমনিতেই প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পাড়ি দেওয়ার আগেই দিল্লি সফরে গিয়ে যে তিনি বিরোধী মহাজোট গঠনের জন্য বড়সড় বৈঠকে বসতে চলেছেন, সেই খবর সামনে চলে এল।

সূত্রের খবর, আগামী বুধবার দিল্লির বঙ্গভবনে বিজেপি বিরোধী সমস্ত দলের নেতা-নেত্রীদের সঙ্গে একটি বৈঠক করবেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, ওই বৈঠকে সকল বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো হবে বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে সকল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে পি চিদাম্বরম এবং শরদ পাওয়ারের মত বর্ষীয়ান নেতাদের তিনি দিল্লিতে থাকার সময় যদি বৈঠকের আয়োজন করা হয়, তাহলে তা অত্যন্ত ভালো হয় বলেও জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আর তারপরেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী মহাজোট তৈরির ক্ষেত্রে আলোচনা করতে চান। অবশেষে তার দিল্লি সফরের আগেই সেই বিজেপি বিরোধী মহাজোট তৈরীর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজধানীতে গিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন, তা পরিষ্কার হয়ে গেল। যার জেরে তৃণমূলের অন্দরমহলে ব্যাপক আশা তৈরি হয়েছে।

শাসক দলের একাংশ দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লি গিয়ে এই উদ্যোগ নেওয়ার মধ্যে দিয়ে বিজেপিকে চাপে ফেলে দেবেন। আগামী দিনে তার নেতৃত্বে গোটা দেশজুড়ে বিজেপি বিরোধী মহাজোট তৈরি হবে। যা কেন্দ্রের বিজেপি সরকারকে 2024 এ সরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট বলেই দাবি করতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। তবে তৃণমূল নেত্রী বঙ্গভবনে আগামী বুধবার এই বৈঠকের ডাক দিলেও, সেখানে কোন কোন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন, এখন সেটাই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকে প্রধান বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে সাড়া দেবেন কিনা, তা অবশ্যই দেখার বিষয়।

কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুযায়ী, যদি বিজেপি বিরোধী মহাজোট গঠন করা হয়, তাহলে তার ডাকা বৈঠকে কারা কারা উপস্থিত হচ্ছে, তা দেখেই আগামীদিনের সিদ্ধান্ত নির্ণয় করা হতে পারে। তাই এই বৈঠকে নানা দলের নেতা-নেত্রীদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে দিল্লি পাড়ি দেওয়ার পর আগামী বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কোন কোন দলের প্রতিনিধিরা উপস্থিত হন এবং তার ফলে বিজেপি বিরোধী মহাজোট গঠনে কতটা সাফল্য আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!