এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিল্লি থেকে ফিরতেই ধনকরের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, বাড়ছে গুঞ্জন!

দিল্লি থেকে ফিরতেই ধনকরের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, বাড়ছে গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি দিল্লি সফর করে বাংলায় ফিরেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার। তার এই দিল্লি সফরকে কেন্দ্র করে এমনিতেই গুঞ্জন বৃদ্ধি পেয়েছিল। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই হিংসা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা, বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। এমনকি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের দ্বারস্থ হওয়ার পরের দিনেই দিল্লি সফর করেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। যার ফলে শুভেন্দু অধিকারী এমন কোনো কথা রাজ্যপালকে বলেছেন, আর সেই কথা তিনি কেন্দ্রের কাছে পৌঁছে দিতেই এই দিল্লি সফর করছেন বলে কটাক্ষ করেছিল সমালোচক মহলের একাংশ।

এমনকি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মহামহিম রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করতে দেখা গেছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। যার ফলে জল্পনা ক্রমশ বেড়েছে। দিল্লি সফর করে রাজ্যে ফেরার পরই এবার সেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার ফলে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা। রাজ্যপাল দিল্লি সফর করার আগের দিন রাজভবনে গিয়েছিলেন শুভেন্দুবাবু। আর রাজ্যপাল দিল্লি সফর করে ফেরার পর এই কেন আবার সেই রাজভবনে গেলেন তিনি, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে জাগদীপ ধনকারের সঙ্গে দেখা করেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে ভোট-পরবর্তী হিংসার কথা তুলে ধরেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি নেতা, কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে এবং বিজেপি নেতা কর্মীরা ঘরছাড়া হয়ে রয়েছেন, সেই বিষয়েও রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা। এদিকে বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করার পরেই এই গোটা বিষয়ে একটি টুইট করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তিনি লেখেন, “ভোট-পরবর্তী হিংসার ঘটনা এবং বিরোধীদের মিথ্যা মামলায় জড়িয়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, সেই বিষয়ে জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা।” স্বাভাবিক ভাবেই দিল্লি সফর সেরে রাজ্যপাল বাংলায় ফেরার পরই বিরোধী দলনেতার রাজভবন যাওয়া এবং রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যপাল বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন।

প্রতি সময়ে সরকারকে অস্বস্তিতে ফেলাই তার কাজ। এক্ষেত্রে দিল্লি সফর সেরে বাংলায় ফেরার পর বিরোধী দলনেতার রাজভবন সফরের মধ্যেই স্পষ্ট যে, রাজ্যপাল একটি দলের হয়ে কথা বলছেন। পাশাপাশি নানা মহলে আশঙ্কা তৈরি হয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দিল্লিতে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার।এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বাংলার আইন-শৃংখলার ব্যবস্থার কথা যে তুলে ধরেছেন, তা কার্যত নিশ্চিত। সেদিক থেকে তার এই দিল্লি সফরে ঠিক কোন কোন দিক উঠে এসেছে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়।

কিন্তু দিল্লি থেকে রাজ্যপাল ফিরে আসতেই যেভাবে রাজভবনে ছুটে গেলেন শুভেন্দু অধিকারী এবং হিংসার কথা তুলে ধরলেন, তাতে রাজ্য সরকারের অস্বস্তি যে দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। কেননা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করার পরেই রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে হিংসা নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। সব মিলিয়ে যত দিন যাচ্ছে, ততই ভোটের ফলাফল পরবর্তী হিংসা নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!