এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিল্লি থেকেই এবার সারদা তদন্তের টিকি ধরে টান? নতুন সিদ্ধান্তে তীব্র হচ্ছে জল্পনা

দিল্লি থেকেই এবার সারদা তদন্তের টিকি ধরে টান? নতুন সিদ্ধান্তে তীব্র হচ্ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনী লড়াই রীতিমতো জমে উঠেছে রাজ্যে। এতদিন পর্যন্ত গেরুয়া শিবিরকে দেখা গিয়েছিল সংগঠনে বদল এনে রীতিমতো বাংলায় ঝোড়ো প্রচার চালাচ্ছে তাঁরা। কিন্তু একুশে জুলাই শহীদ দিবসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর ভাষণের পরেই তৃণমূল শিবিরের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। তাঁরাও এবার সাংগঠনিক বদল এনে বিধানসভার লড়াইতে কোমর বেঁধে নেমে পড়ার তোড়জোড় করছে। আর এই অবস্থায় তৃণমূল শিবিরকে চাপে ফেলার জন্য নতুন করে আবার সারদার তদন্ত নিয়ে নাড়াচাড়া শুরু করছে সিবিআই।

এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে দেখা গেছে, বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখলের জন্য তাঁরা প্রাথমিক অবস্থায় এগিয়ে দিয়েছে সিবিআই কিংবা ইডিকে। আর এবার বাংলার বিধানসভা নির্বাচনের আগেও সিবিআই এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে আচমকাই দিল্লিতে বদলি করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এবার তিনি দিল্লীতে বসেই পশ্চিমবঙ্গের চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে যাবতীয় তদন্ত চালিয়ে যাবেন। প্রসঙ্গত গত বছর প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের হানার পর পাল্টা পঙ্কজ শ্রীবাস্তবের বাড়ি রাজ্য পুলিশ ঘিরে ফেলে।

এবং একটি প্রতারণার মামলা সংক্রান্ত শ্রীবাস্তবকে নোটিশ পাঠানো হয়। ফলস্বরূপ, রাজ্য প্রশাসন সিবিআই ভায়া কেন্দ্রীয় সরকারের লড়াই তীব্র আকার ধারণ করে। তবে জানা গেছে, পঙ্কজ শ্রীবাস্তব দিল্লিতে বদলি হলেও তাঁকে আগের মতোই কলকাতা জোন এবং তিন নম্বর আর্থিক অপরাধ শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে সিবিআই এর পক্ষ থেকে। অন্যদিকে এই মুহূর্তে শ্রীবাস্তবের বদলি নিয়ে তুমুল জল্পনা চলছে বাংলার রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, শ্রীবাস্তবকে দিল্লী সরিয়ে নেওয়ার পেছনে কি আরো কোন গভীর রহস্য কাজ করছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নাকি বাংলাকে রাজনৈতিক বার্তা দেওয়ার প্রয়াস? অন্যদিকে জানা গেছে, পঙ্কজ শ্রীবাস্তব মূলত গাজিয়াবাদের সিবিআই অ্যাকাডেমীতে প্রশিক্ষণের কাজ দেখাশোনা করবেন। এতদিন পর্যন্ত সেই দায়িত্ব পালন করছিলেন শরদ অগ্রবাল। এবার তাঁকে সিবিআইয়ের স্পেশাল টাস্ক জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিবিআই পশ্চিমবঙ্গের চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করেছে প্রায় 6 বছর আগে। এখনও পর্যন্ত সেই তদন্ত শেষ হয়নি। প্রশ্ন উঠেছে, দোষীরা কবে শাস্তি পাবে?

কিন্তু সিবিআই কর্তারা দাবি জানিয়েছেন, তদন্ত এখনো চলছে। শুধুমাত্র জুন মাসের 30 দিনে 30 টি এফআইআর করা হয়েছে এবং চলতি বছরে মনে করা হচ্ছে, সব মিলিয়ে মোট 102 টি নতুন এফআইআর দায়ের হবে। তবে সিবিআই চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে তদন্ত চালালেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিধানসভার নির্বাচন যখন দোরগোড়ায় কড়া নাড়ছে ঠিক সেইসময় রাজ্যের হেভিওয়েট নেতাদের চাপে ফেলার চেষ্টা কেন? তাহলে এটা কি বাংলা দখলের অন্যতম পরিকল্পনা! অন্যদিকে জল্পনায় উঠে আসছে, বিধানসভা নির্বাচনের আগে যদি শাসক দলের হেভিওয়েট নেতারা সিবিআইয়ের তদন্তের ফাঁদে পড়েন, তাহলে কিন্তু আগামী দিনের নির্বাচনী লড়াই জিততে শাসক দলকে বেগ পেতে হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!