এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিল্লী যাবার আগেই রাজ্যে তদন্ত কমিশন বসালেন মমতা ব্যানার্জ্জী, ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে

দিল্লী যাবার আগেই রাজ্যে তদন্ত কমিশন বসালেন মমতা ব্যানার্জ্জী, ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিককালে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পেগাসাস কান্ড। কিছুদিন আগেই সামনে আসে পেগাসাস নামক একটি ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে দেশের একাধিক রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং শিল্পপতিদের ফোনে আড়িপাতা হচ্ছে। আর এই নিয়েই কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেগে ক্রমাগত অভিযোগ করে আসছে দেশের বিরোধী শিবিরগুলি। কার্যত এই নিয়ে দেশের বিরোধী শিবিরগুলি লাগাতার সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে বলে চলেছে। তবে বিরোধীরা যখন মোদী সরকারকে কোণঠাসা করে চলেছে এই নিয়ে, তখনই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লি পৌঁছানোর আগেই তিনি পেগাসাস কাণ্ড নিয়ে নিলেন বড়োসড়ো সিদ্ধান্ত।

জানা গিয়েছে, ফোনে আড়িপাতার ঘটনায় এবার তদন্ত কমিশন তৈরি করল রাজ্য সরকার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ঘোষণা করেছেন। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতিফের নেতৃত্বে এই কমিশন তৈরি হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মন্ত্রীসভার বৈঠকেই সিদ্ধান্ত নিয়েই পেগাসাস কান্ডে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই তদন্ত কমিশনের দায়িত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর এবং হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। 1952 সালের এনকোয়ারি অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সাংবাদিক বৈঠক থেকে আরো একবার পেগাসাস কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত পেগাসাস কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকার কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলেও বলেই তিনি তদন্ত কমিশন গঠন করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পশ্চিমবঙ্গই সবার আগে পেগাসাস কাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করল। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ উদাহরণ হিসেবে পেশ হবে বাকিদের কাছে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলেও জানা যাচ্ছে তৃণমূল সূত্রে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নির্দিষ্ট। তবে পেগাসাস কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তদন্ত কমিশন তৈরি করে দিলেন তাতে কেন্দ্রীয় সরকারের ওপর তিনি চাপ সৃষ্টি করতে চাইছেন বলেই দাবি অনেকের। অন্যদিকে পেগাসাস কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর তদন্ত কমিশন তৈরি করা রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন নতুন ক্ষেত্র উন্মোচন করেন আগামী দিনের লক্ষ্যে সেদিকে নজর সবার। পাশাপাশি রাজ্যে পেগাসাস কাণ্ড নিয়ে তদন্ত কমিশনের হাত ধরে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!