এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দিল্লীর আন্দোলনরত কৃষকদের পাশে এবার সরাসরি হাজিরা দিলেন রাহুল গান্ধী, জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য

দিল্লীর আন্দোলনরত কৃষকদের পাশে এবার সরাসরি হাজিরা দিলেন রাহুল গান্ধী, জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় ধরে দিল্লির রাজপথে চলছে কৃষক আন্দোলন। গত বিধানসভা অধিবেশনে তিনটি কৃষি আইন আনা হয়েছে। আর তারই বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষক সম্প্রদায়ের একাংশ। দীর্ঘ আট মাস যাবৎ এই আন্দোলন চলছে দিল্লীর বুকে। অন্যদিকে বিভিন্ন সময় মোদি বিরোধী শিবির গিয়ে পাশে দাঁড়াচ্ছে আন্দোলনরত কৃষকদের। যেমন- দিল্লির যন্তর মন্তরে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উপস্থিত হলেন ট্রাক্টরে চেপে। কার্যত গত সপ্তাহ থেকে দিল্লির যন্তর মন্তরে কিষাণ সংসদ বসেছে। আর সেই সংসদে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, কৃষকদের আন্দোলনের কথা তিনি সংসদে পৌঁছাতে চান।

কার্যত রাহুল গান্ধীর দাবি এই তিনটি কৃষি আইনের বাতিল। অবশ্য এই দাবি আজকের নয়, দীর্ঘদিন ধরেই সংসদে বিরোধীরা মোদি সরকারের তিনটি কৃষি আইন বাতিল করার ব্যাপারে সুর চড়িয়েছে। অন্যদিকে রাহুল গান্ধী জানিয়েছেন, মোদি সরকার কৃষকদের কন্ঠ যেমন রোধ করছে, তেমনি কৃষি বিল নিয়ে কোনো আলোচনাও হতে দেওয়া হয়নি। এমনকি কৃষকদের সন্ত্রাসবাদী বলেও আখ্যা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পরেই দিল্লির আন্দোলনরত কৃষকরা শুরু করেছেন কিষাণ সংসদ। অন্যদিকে রবিবার সংযুক্ত কিষাণ মোর্চা থেকে ঘোষণা করা হয়েছে, এই কিষাণ সংসদ পরিচালনা করবেন মহিলারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে বৃহস্পতিবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসে ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর সঙ্গে অন্যান্য কংগ্রেস সাংসদও ছিলেন। কৃষকদের সূত্রে জানা যাচ্ছে, আগামী 9 আগস্ট পর্যন্ত কিষাণ সংসদ বসবে যন্তর মন্তরে। তবে দিল্লির কেজরিওয়াল সরকার তাঁদের অনুমতি দেওয়ার পাশাপাশি কঠোরভাবে করোনা বিধি মেনে চলার কথা বলেছে। দিল্লি জুড়ে এই মুহূর্তে করোনার জন্য দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট জারি রয়েছে। সেই আইন অনুযায়ী কোনোরকম সভা-সমাবেশ করা নিষিদ্ধ। কিন্তু কৃষকদের জন্য এই আইনে ছাড় দেওয়া হয়েছে।

তাই বিভিন্ন কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে সংসদ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্য মনোজিৎ সিং রাই জানিয়েছেন, সংসদীয় রীতি-নীতি মেনে এই সংসদ পরিচালিত হচ্ছে। এমনকি সংসদে অংশগ্রহণকারীরা সকলে পরিচয় পত্র নিয়ে আসছেন। সবমিলিয়ে দিল্লির ময়দান কৃষক আন্দোলন হেতু এখনো সরগরম রয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাহুল গান্ধী যেভাবে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন তা যথেষ্ট উল্লেখযোগ্য জাতীয় রাজনীতিতে। কার্যত বিরোধী হিসেবে কংগ্রেস তাঁদের প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!