এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দিল্লির পর এবার অধীর চৌধুরীর বহরমপুরের বাড়িতেও রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা! উত্তাল রাজ্য

দিল্লির পর এবার অধীর চৌধুরীর বহরমপুরের বাড়িতেও রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা! উত্তাল রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে আগামী বছরের বিধানসভা নির্বাচন যতই নিকটে আসতে শুরু করেছে রাজ্যে ততই বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের পরিবেশ, আর সেইসঙ্গে বাড়ছে রাজ্যে সন্ত্রাস ও ভয়ের আবহ। এমনি পরিস্থিতিতে গত শনিবার রাতে দুষ্কৃতী হামলা চললো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও সাংসদ অধীর চৌধুরীর পৈতৃক আবাসভবনে।প্রসঙ্গত, গত ছয় মাস আগে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দিল্লির বাসভবনে দুষ্কৃতী হামলা ঘটেছিল। আর এবার এই দুষ্কৃতী হামলা দেখা দিল তাঁর বহরমপুরের পৈতৃক বাসভবনে। সংবাদসূত্রে জানা গেছে, আগামী নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজকর্মের জন্য অধীর বাবু বর্তমানে দিল্লিতে রয়েছেন।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের গোরাবাজার এলাকায় অবস্থিত অধীর বাবুর পৈতৃক বাসভবন ‘চৌধুরী ভিলা’। অধীর বাবুর বাসভবনের নিরাপত্তায় নিযুক্ত কর্মীরা জানিয়েছেন যে, অন্যান্য দিনের মতো গত শনিবার রাতেও তাঁরা অধীর বাবুর বাসভবনের পাহারায় যখন নিযুক্ত ছিলেন, তখন অকস্মাৎ একদল দুষ্কৃতী তখন অধীর বাবুর বাড়ি লক্ষ্য করতে পাথর ছুড়তে শুরু করে। এর ফলে ভেঙে যায় অধীর বাবুর বাড়ির কয়েকটি জানালার কাঁচ। জানলার কাঁচ ভাঙার শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা দুস্কৃতিকারীদের পিছু ধাওয়া করলে, দুস্কৃতিকারীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পরে সমগ্র গোরাবাজার এলাকা জুড়ে। এরপর রবিবার সকালে স্থানীয় কংগ্রেস নেতারা এই দুষ্কৃতী হামলার বিরুদ্ধে অভিযোগ করে বহরমপুর থানায় একটি লিখিত রিপোর্ট জমা দেন। তারপর থেকে পুলিশ এই ঘটনার তদন্তে নামে। সংবাদসূত্রে জানা গেছে, অধীর বাবুর বাসভবনের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তবে তল্লাশি চালালেও এখনো পর্যন্ত কোন সন্দেহভাজনকে গ্রেফতার করা পুলিশের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

নিজের আবাসভবনে ঘটে যাওয়া এই দুষ্কৃতী হামলা প্রসঙ্গ অধীর বাবু বলেছেন, “‘অন্ধকার রাতে এভাবে যারা আমার বাড়িতে হামলা চালিয়েছে, আমি চাই রাজ্য সরকার তাঁদের সকলকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করুক। এটি অত্যন্ত একটি নিন্দনীয় ঘটনা।” মুর্শিদাবাদ রাজ্য কংগ্রেসের তরফ থেকেও অধীর বাবুর বাসভবনে দুষ্কৃতী হামলার এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বহরমপুর কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেছেন, “‘দেশের একজন বিরোধী দলনেতার বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো নিঃসন্দেহে একটি ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু পুলিশ এখনও অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!