দিল্লির প্রভাব পড়বে বাংলার ভোটে? বড় মন্তব্য হেভিওয়েট তৃণমূল নেতার! তৃণমূল রাজনীতি রাজ্য February 10, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দিল্লিতে আম আদমি পার্টির পরাজয়ের পরেই বাংলা বিজেপির পরবর্তী টার্গেট বলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এমনকি তারা এটাও বলছেন যে, ভাই বিদায় নিয়েছে, এবার দিদি ভাইয়ের বিদায় নেওয়ার পালা। তবে এই পরিস্থিতিতে দিল্লি বা অন্যান্য জায়গায় যাই হয়ে যাক না কেন, বাংলায় তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যদি কোথাও দলের দুই একজন কোনো অন্যায় করে থাকেন, তাহলে তাকে দল রেয়াত করে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় বরদাস্ত করেন না। বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সামাজিক সুরক্ষা থেকে শুরু করে আর্থিক সুরক্ষা, উন্নয়ন, সম্প্রীতি সংহতি সব কিছু বজায় রেখেছে। কাজেই দিল্লিতে বা অন্য কোথাও কি হচ্ছে, তার সঙ্গে বাংলার নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। বাংলায় চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন এবং মুখ্যমন্ত্রী থাকবেন।” আপনার মতামত জানান -