এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লির জমি শক্ত করতে মমতার আগে অভিষেক, হেভিওয়েট নেতার রাজধানী সফর ঘিরে জল্পনা!

দিল্লির জমি শক্ত করতে মমতার আগে অভিষেক, হেভিওয়েট নেতার রাজধানী সফর ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   সম্প্রতি তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পেছনে যাকে প্রধান কৃতিত্ব দিতে হয়, তিনি হলেন 2019 সালে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিয়োজিত হওয়া প্রশান্ত কিশোর। আর প্রশান্ত কিশোরকে যিনি নিয়োজিত করেছিলেন, তার নাম বর্তমান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলকে ক্ষমতায় বসাতে রীতিমতো জান-প্রাণ লাগিয়ে প্রচার শুরু করে দিয়েছিলেন। তবে বিরোধী পক্ষ থেকে লাগাতার আক্রমণ আসা সত্ত্বেও, সেই সমস্ত কিছুকে তোয়াক্কা না করে নিজের কাজে মনোযোগী হয়ে তার ফলও পেয়েছেন অভিষেকবাবু। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসার পরেই তাকে আরও বেশি গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেদিক থেকে সর্বভারতীয় ক্ষেত্রে দলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে এবং 2024 এর লক্ষ্যে এখন থেকেই রণকৌশন তৈরি করেছে তাকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। আর এবার সর্বভারতীয় তরে দায়িত্ব পাওয়ার পর এই নিজের কাজ শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত, আগামী বেশ কিছুদিনের মধ্যেই দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিল্লি সফর করার আগে আগে থেকেই সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সুপ্রিমো দিল্লির মাটিতে পা রাখার আগে সেখানকার রাজনীতির জমি তৈরি করে নিতে চাইছেন অভিষেকবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আগামী 25 তারিখ দিল্লি সফর রয়েছে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিক থেকে তার এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূলত বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি সফর করছেন তৃণমূল নেত্রী। সেদিক থেকে প্রশাসনিক দিকের পাশাপাশি তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিষয় নিয়েও জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। অনেকে বলছেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট 2024 এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় ক্ষেত্রে দলের বিস্তার ঘটানো। আর সেই কাজে তার প্রধান বিশ্বস্ত সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর করার আগে আগামী 22 জুলাই সেই দিল্লিতে পৌঁছে যাবেন অভিষেকবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার বলছেন, রাজনীতিতে উঁচু জায়গায় পৌঁছতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন। এক্ষেত্রে দীর্ঘদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকেছিলেন মুকুল রায়। মাঝে তিনি বিজেপিতে চলে গেলেও, আবার এখন তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। আর মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর তার সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেদিক থেকে মুকুলবাবু অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে দিল্লির ক্ষেত্র প্রস্তুত করে রাখতেন।আর এবার সেই একই পথে হাঁটতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, এমনটা হলেও হতে পারে। অভিষেকবাবু চাইছেন, সর্বভারতীয় ক্ষেত্রে নেত্রীকে গ্রহণযোগ্য জায়গা পাইয়ে দিতে। সেদিক থেকে তার অন্যতম সৈনিক হিসেবে সর্বভারতীয় ক্ষেত্রে দলকে বিস্তারলাভ করানোর সুযোগ যখন পেয়েছেন, তখন সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না তিনি। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখার আগে রাজধানীতে পৌঁছে গিয়ে সমস্ত বিষয় এবং আটঘাট বুঝে নিয়ে রাজনৈতিক পদক্ষেপ নিতে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধে না হয়, সেই কাজটা কিছুটা এগিয়ে রাখতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নেত্রীর এই দিল্লি সফরের তিনদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি পৌঁছে যাওয়ার কারণ কি! এক্ষেত্রে নেত্রী পৌঁছনোর আগে তিনি কি অন্যান্য বিজেপি বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করবেন! নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!