দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল, কি নিয়ে আলোচনা? জেনে নিন! জাতীয় রাজনীতি রাজ্য August 30, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গতকালই তলব করা হয়েছিল বাংলার রাজ্যপালকে। আর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তলবের ফলে গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাংলার রাজ্যপাল। আর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেননা একদিকে আরজিকরের ঘটনা এবং অন্যদিকে নবান্ন অভিযানে ছাত্রদের ওপর যে লাঠিচার্জ হয়েছে, সেটা অবশ্যই সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “দিল্লিতেও আগুন জ্বলবে” বলে যে মন্তব্য করেছিলেন, তা প্ররোচনামূলক বলেই অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে বাংলার রাজ্যপালকে ডেকে অমিত শাহ কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের। আপনার মতামত জানান -