এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লীতে চলছে ত্রিপুরা তরজা, বিক্ষোভে সামিল ক্ষুব্ধ তৃণমূল সাংসদরা

দিল্লীতে চলছে ত্রিপুরা তরজা, বিক্ষোভে সামিল ক্ষুব্ধ তৃণমূল সাংসদরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ত্রিপুরায় পুরভোট পর্বে রীতিমতো উত্তাল সেখানকার রাজ্য রাজনীতি। প্রতিনিয়ত ত্রিপুরাতে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। গতকাল ত্রিপুরায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে। ত্রিপুরা সরকারের অভিযোগ, সায়নী রাজনৈতিক অশান্তি বাঁধাতে চেয়েছিলেন ইচ্ছাকৃতভাবে। আর তাই নিয়েই চাপানউতোর তুঙ্গে। ইতিমধ্যেই সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং ত্রিপুরায় তৃণমূলের উপর হওয়া অত্যাচারের অভিযোগের ভিত্তিতে আজকে বাংলার 16 জন সাংসদ দিল্লিতে পৌঁছেছেন।

এবং সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন বলে সাংসদরা জানান। যদিও জানা গিয়েছে, তৃণমূল সাংসদদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেষ পর্যন্ত দেখা করেননি। কিন্তু তৃণমূল সাংসদরা অমিত শাহের সাথে দেখা করতে না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বাইরে বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করার জন্য সময় চেয়ে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অমিত শাহের দপ্তরে যখন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্য সাংসদরা পৌঁছান, তখন তাঁদেরকে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস থেকে ফিরিয়ে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষ পর্যন্ত পথেই বসে পড়েন তৃণমূল সাংসদরা। অন্যদিকে ত্রিপুরার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং সেই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ত্রিপুরা আঁচ লেগেছে দিল্লিতেও। উত্তপ্ত পরিস্থিতি সেখানেও। অন্যদিকে ত্রিপুরায় আজকে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বাইরে বিজেপিকে তৃণমূল এবার কিভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!