দিল্লিতে দর কষাকষি! মোদী-শাহের কোন ম্যাজিকে প্রবলেম সলভ? জাতীয় বিজেপি রাজনীতি রাজ্য June 6, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এটা অত্যন্ত সত্যি কথা যে, এবার বিজেপি যে আসনের প্রত্যাশা রেখেছিল, সেই আসন পায়নি। স্বাভাবিকভাবেই তাদের জোট শরিকদের ওপর ভরসা করতে হচ্ছে। ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গেও বৈঠক করেছে মোদী-শাহ জুটি। অনেক জায়গা থেকেই খবর পাওয়া যাচ্ছে যে, বিজেপির কাছে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই এই জোট শরিকরা সমর্থন করতে চাইলেও বেশ কিছু মন্ত্রকের দাবি করেছে। তবে তাতে বিজেপি কতটা সহমত পোষণ করেছে, সেই নিয়ে প্রশ্ন থাকলেও, টিডিপি এবং জেডিইউয়ের এই দর কষাকষি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত, এদিন সর্বভারতীয় রাজনীতির এই প্রেক্ষাপট প্রসঙ্গে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। তবে মোদী শাহ জুটি আছেন। এরা এখন একটু বেশি দর হাকছে। সুশাসন দিতেই হবে, সেটা যেন কেউ ভুলে না যায়। আমি এদেরকে চিনি। আঞ্চলিক দলগুলো সব সময় নিজের কথা ভাবে। অনেকে আগে নিজের স্বার্থে জোট ছেড়েছে। আবার নিজেই ফিরে এসেছে।” একাংশ বলছেন, দিলীপ ঘোষের এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, এখন বিজেপির কাছে পর্যাপ্ত সংখ্যা নেই। তাই তারা যখন শরিকদের ওপর ভরসা করছে, তখন সেই শরিকরাও তাদের ওপর চাপ বাড়াচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ক্ষুরধার মস্তিষ্ক যে যথেষ্ট, এবং গোটা বিষয়ে প্রবলেম যে পুরোপুরি সলভ হয়ে গিয়েছে, ইঙ্গিত বহু মন্তব্যের মধ্যে দিয়ে সেটাই বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -