এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লিতে অশান্তির আগুন ক্রমশ বাড়ছে, এবার সামনে এল অ্যাসিড হামলার ঘটনা

দিল্লিতে অশান্তির আগুন ক্রমশ বাড়ছে, এবার সামনে এল অ্যাসিড হামলার ঘটনা


ভারতের রাজধানী দিল্লি এই মুহূর্তে অশান্তি প্রবণ এলাকা বলে চিহ্নিত হয়েছে। গত রোববার থেকে সিএএর সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। নজিরবিহীন হিংসার ছবি দেখে গোটা দেশ আতংকিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি আয়ত্তে আসেনি বলে খবর। সম্প্রতি দিল্লির শাহীনবাগের বিক্ষোভ আন্দোলন নিয়ে যে বিক্ষোভের আগুন ধিকিধিকি চলছিল, তাই এবার বিস্ফোরণের আকার নিয়েছে রাজধানী দিল্লিতে।

নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে ইতিমধ্যে আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। অন্যদিকে এই সংঘর্ষে এক পুলিশ কর্মী সহ অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু দিল্লি সংঘর্ষে পাথর ছোড়া, গুলি চালানোর ঘটনা সামনে এসেছিল আগেই কিন্তু এদিন আরেকটি ভয়ঙ্কর ঘটনা সামনে এলো। খবর, দিল্লির অশান্তিকে নিয়ন্ত্রণে আনার জন্য যে আধাসেনা রাস্তায় নেমেছিল তাঁদেরকে লক্ষ্য করে অ্যাসিড হামলা হয়েছে। এই অ্যাসিড হামলায় দুই আধাসেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি দিল্লির করওয়াল নগর এর। সূত্রের খবর, সংঘর্ষ থামাতে ওই এলাকার আধাসেনারা যায় আর তখনই আসেপাশের বাড়ির ছাদ থেকে অ্যাসিড ছোঁড়া হয় তাদের ওপর।

আহত জওয়ানদের দিল্লির তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাটি সামনে এসেছে একটি ভিডিওর মাধ্যমে যে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দুইজন জওয়ান যারা অ্যাসিড আক্রান্ত, তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। আহত জওয়ানদের মাথা ও মুখে অ্যাসিড হামলার ক্ষতের মধ্যে ওষুধ লাগানো চলছে। এই ঘটনায় রাজনৈতিক মহল ও নাগরিক সমাজে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দিল্লি সংঘর্ষে প্রথম থেকেই ছিল পাথর ছোঁড়া ও গুলি চালানোর মতো ঘটনা। এবার তার সঙ্গে যোগ হলো অ্যাসিড হামলার মতন ভয়ঙ্কর ঘটনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিল্লী সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানীর উত্তর পূর্বের পরিস্থিতি সবথেকে খারাপ বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে আসরে নেমেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি ইতিমধ্যে সংঘর্ষপূর্ণ এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। অন্যদিকে, দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর কেরল যাত্রা বাতিল করেছেন। দফায় দফায় তিনি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং নির্দেশ দেওয়া হয়েছে কোন দোষী যেন কোনোভাবেই ছাড় না পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা উত্তর-পূর্ব দিল্লি জুড়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এই মুহূর্তে দিল্লি শহরের অশান্তির আগুন বন্ধ করার জন্য দেশের সর্বস্তরের থেকে আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে দিল্লির সন্ত্রাসকে হাতিয়ার করে ইতিমধ্যে বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছে। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে অশান্তির আগুন বহুদিন আগেই ধিকিধিকি জ্বলতে শুরু করেছিল এতদিনে যা বিস্ফোরণের আকার ধারণ করেছে। তাই এবার কেন্দ্রীয় মহলের উচিত এই অশান্তিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা এবং সমাধান সূত্র বার করার। আপাতত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেদিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!