এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > দিল্লিতে উচ্চ পর্যায়ের চূড়ান্ত বৈঠক ! প্রাপ্য বকেয়ার দাবীতে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদরা !

দিল্লিতে উচ্চ পর্যায়ের চূড়ান্ত বৈঠক ! প্রাপ্য বকেয়ার দাবীতে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদরা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যের প্রাপ্য ১০০ দিনের  টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকারের । সম্প্রতি এই প্রকল্পের কাজের টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখার অভিযোগে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বর্তমানে সরব হয়েছে মুখ্যমন্ত্রী । আর এই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন ব্লক স্তরের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেবার দাবিতে  কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেনশাসকদলের নেতাকর্মীরা ।আর  অবশেষে আজ  ১৬ ই জুন এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠকে বসছেন তৃণমূল সাংসদরা ।যা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা আদায় নিয়ে রাজ্য-কেন্দ্রের এই বৈঠক অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

সুত্রের খবর আজ ১৬ ই জুন বৃহস্পতিবার এই মর্মে দুপুর ২ টোয়  বৈঠকের জন্য সময় দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং। জানা যাচ্ছে যে আজকের এই বৈঠকে থাকবেন তৃণমূলের ১০ জন সাংসদ এবং তাদের নেতৃত্বে দেবেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এছাড়াও লোকসভার তৃণমূলের যারা থাকবেন  তাঁরা হলেন, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। বৈঠকে রাজ্যসভার যে সাংসদরা থাকবেন, তাঁরা হলেন. সুখেন্দুশেখর রায়, দোলা সেন, জহর সরকার এবং লুইজিনহো ফেলেইরো। তবে এখন দেখার বিষয় তৃণমূল সাংসদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!