এখন পড়ছেন
হোম > অন্যান্য > ডেল্টা প্লাস নিয়ে বিশেষ সতর্কবার্তা কেন্দ্রের, করোনার তৃতীয় ঢেউয়ের তীব্র আশঙ্কা

ডেল্টা প্লাস নিয়ে বিশেষ সতর্কবার্তা কেন্দ্রের, করোনার তৃতীয় ঢেউয়ের তীব্র আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার ডেল্টা স্ট্রেনের কারণে দেশজুড়ে দেখা দেখা দিয়েছে দ্বিতীয় ঢেউ। এই ডেল্টা স্ট্রেন মিউটেশন ঘটিয়ে ডেল্টা প্লাস স্ট্রেন তৈরি করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ডেল্টা প্লাস স্ট্রেন আরো অনেক বেশি সংক্রামক ও ভয়াবহ। যা থেকে দেশে চলে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই ডেল্টা প্লাস সংক্রমিত হয়ে দেশের দুজন ব্যক্তির মৃত্যু ঘটেছে। এবার এ বিষয়ে বিশেষ সর্তকতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ডেল্টা প্লাস স্ট্রেন সম্পর্কে একাধিক রাজ্যকে সম্প্রতি সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই রাজ্যগুলি হলো রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, অন্ধপ্রদেশ। এই রাজ্যগুলির যেসব জেলায় ডেল্টা প্লাস স্ট্রেন পাওয়া গেছে, এই সমস্ত জেলা ও জেলার নিকটবর্তী এলাকায় করোনা পরীক্ষা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলায় যারা করোনা রোগীদের সংস্পর্শে এসেছেন, তাদের দ্রুত পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ছোট কোয়ারেন্টাইন জোন তৈরি করে, এর সংক্রমণ রুখে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনো পর্যন্ত যাদের ভ্যাকসিন দেওয়া হয়নি, তারা যদি ডেল্টা প্লাসে আক্রান্ত হন, সেক্ষেত্রে তাদের অক্সিজেন, স্টেরয়েড যেমন প্রয়োজন হবে, তেমনি তাদের হাসপাতাল, আইসিইউতে ভর্তি করানোর প্রয়োজন হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা ডেল্টা প্লাস স্ট্রেন ছড়িয়ে পড়লে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। ইতিমধ্যে রাজস্থানে করোনা থেকে সুস্থ হওয়া এক মহিলা নতুন করে আক্রান্ত হলেন ডেল্টা প্লাস স্ট্রেনে।

করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার হয়ে ওঠার পর, তাঁকে ভ্যাকসিন দেয়া হয়েছিল। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেও ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন এই মহিলা। যার ফলে আশঙ্কা বাড়ছে বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ডেল্টা প্লাস স্ট্রেনকে ভাইরাস অফ কন্সার্ন বলে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!