এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দেড় বছর বন্ধ থাকার পর এবার গ্রন্থাগার নিয়ে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের

দেড় বছর বন্ধ থাকার পর এবার গ্রন্থাগার নিয়ে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর করোনা সংক্রমণ শুরু হলে বন্ধ হয়ে যায় রাজ্যের অসংখ্য লাইব্রেরী। এরপর একে একে একাধিক প্রতিষ্ঠানের দরজা খুললেও এখনো পর্যন্ত বন্ধ রয়েছে রাজ্যের গ্রন্থাগারগুলি। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত গ্রন্থাকারগুলি বন্ধ রয়েছে। এবার করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় গ্রন্থাগার নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একাধিক বিধিনিষেধ মেনে এবার থেকে খোলা হবে রাজ্যের গ্রন্থাগার গুলি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, আগামী ৬ ই সেপ্টেম্বরের মধ্যেই রাজ্যের সমস্ত গ্রন্থাগার খুলে দেয়া হবে। আজ থেকেই শহরের লাইব্রেরীগুলো খুলতে শুরু করেছে। জানা গেছে, আপাতত সপ্তাহে তিন দিন খোলা থাকবে গ্রন্থাগার গুলি। সোমবার, বুধবার, শুক্রবার গ্রন্থাগার খোলা থাকবে। ছুটির দিনে গ্রন্থাকার বন্ধ থাকবে। আবার কোন লাইব্রেরিয়ানের উপরে যদি একাধিক লাইব্রেরির দায়িত্ব দেওয়া থাকে, তবে রোটেশন পদ্ধতিতে তিনি কাজ করবেন।

আবার যেসব জায়গায় একাধিক লাইব্রেরী রয়েছে, সেখানে গ্রন্থাকার কর্মীরা সকলে একসঙ্গে না গিয়ে ঘুরেফিরে কাজে যোগদান করবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বিধি মেনে লাইব্রেরীতে বসতে পারবেন পাঠকেরা। গ্রন্থাগার থেকে সমস্ত কিছুই করতে পারবেন পাঠকেরা। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বিধি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!