এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দেশের বিপর্যস্ত করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দোষী সাব্যস্ত করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা

দেশের বিপর্যস্ত করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দোষী সাব্যস্ত করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। গত দু’দিন ধরে এই দেশে দু লক্ষেরও বেশি মানুষ প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে কিছুদিন ধরেই দৈনিক এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটছে করোনায়। দেশজুড়ে করোনার এই ভয়াবহ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার একেবারেই ব্যর্থ। হাসপাতালগুলিতে করোনা পরীক্ষার পরিকাঠামো নেই, নেই ভেন্টিলেশনের ব্যবস্থা। এই পরিস্থিতিতে আজ এক টুইট করেছেন রাহুল গান্ধী। যে টুইটে তিনি লিখেছেন, “কেন্দ্রীয় সরকারের কোভিড রণনীতি। ধাপ ১- তুঘলকি লডডাউন জারি। ধাপ ২- ঘণ্টা বাজাও। ধাপ ৩- প্রভুর গুণকীর্তন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মাত্র কয়েক ঘণ্টার নোটিশ দিয়েই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার থালা, বাটি বাজিয়ে করোনা যোদ্ধাদের উদ্বুদ্ধ করার আবেদন জানিয়েছিলেন তিনি, এ বিষয়টিও কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। আবার, করোনা ব্যবস্থাপনা নিয়ে প্রধান মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন বিজেপি নেতারা, এ বিষয় নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

আবার, আজ রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রচুর পরিমাণে টিকা বিদেশে রপ্তানী করার কারণেই দেশে টিকার সংকট তৈরি হয়েছে। আবার, সম্প্রতি একাধিক কংগ্রেস শাসিত রাজ্যের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় সরকারের করোনা ব্যবস্থাপনা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!