এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দেশের বিপর্যয়কর করোনা পরিস্থিতিতে কেন্দ্রকে দোষারোপ ও টুইট শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার

দেশের বিপর্যয়কর করোনা পরিস্থিতিতে কেন্দ্রকে দোষারোপ ও টুইট শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের সার্বিক করোনা পরিস্থিতি এককথায় ভয়াবহ। কিছুদিন ধরেই দৈনিক ৩ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দৈনিক মৃত্যুর সংখ্যা বেশ কিছুদিন ধরেই ২০০০ এর গণ্ডি অতিক্রম করেছে। দেশের সার্বিক করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই বারবার দোষারোপ করেছেন শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ আবার টুইট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাহুল গান্ধী।

আজ টুইট করে রাহুল গান্ধী জানালেন, নরেন্দ্র মোদী সরকারের বোঝা উচিৎ যে লড়াই করোনার বিরুদ্ধে, কংগ্রেস বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই নয়। আবার, গতকালও দেশের করোনা পরিস্থিতি নিয়ে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছিলেন, করোনার প্রকৃত তথ্য গোপন করছে কেন্দ্রীয় সরকার।

গতকাল টুইট করে রাহুল গান্ধী জানিয়েছিলেন, চাকরি ও উন্নয়নের তথ্যের মতোই কেন্দ্রীয় সরকার করোনার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার মহামারী নিয়ন্ত্রণে আনতে না পারে, কিন্তু কখনোই মহামারীর তথ্য নিয়ন্ত্রণ করতে পারে না। ইতিপূর্বেও বারবার দেশের সার্বিক করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছে কংগ্রেস শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে, করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। রোগীরা চিকিৎসা পাচ্ছেন না, অক্সিজেন, প্রয়োজনীয় ঔষধের অভাব রয়েছে। প্রসঙ্গত, শুধু ভারত বলে নয়, বর্তমানে পৃথিবীর একাধিক দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। যারফলে একাধিক দেশের অবস্থা সংকটজনক।

এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যকে মিলিতভাবে কাজ করার আর্জি জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে বারবার কেন্দ্র বিরোধী রাজনীতি কতটা ফলপ্রসূ হবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। দেশের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দোষ চাপানোর রাজনীতি কতটা সদর্থক হবে? তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!