এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যুতে আবার রেকর্ড করোনার

দেশের দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যুতে আবার রেকর্ড করোনার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের সার্বিক করোনা পরিস্থিতি ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই প্রতিদিন ৩ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। গতকাল সেই সংখ্যা কিছুটা হ্রাস পাওয়ায় স্বস্তি পেয়েছিলেন দেশবাসী। কিন্তু, আজ আবার তীব্র করোনা সংক্রমণ দেখা গেল। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হল ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষের। দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু দুটোতেই রেকর্ড করোনার, যা বাড়িয়ে দিল উদ্বেগ শতগুণে।

প্রায়, ৭ দিন ধরে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। প্রতিদিন ২ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন। কিন্তু গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারালেন ৩২৮৬ জন মানুষ। যা এযাবত কালে দেখা যায়নি। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩,৬২,৭৭০জন। দৈনিক করোনা সংক্রমনের ক্ষেত্রে এখনো পর্যন্ত যা রেকর্ড।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশের সার্বিক করোনা সংক্রমনের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। তবে যেভাবে ভারতে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে যে কোনদিন ভারত প্রথম স্থানে চলে আসার আশঙ্কা রয়েছে। তবে, স্বস্তি এটুকুই গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ৩৯ জন। এখনো পর্যন্ত দেশে করোনা ভ্যাকসিন দেওয়া হল ১৪ কোটি ৫২ লক্ষ ৭১ হাজার ১৮৬ জনকে।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হলেন ৬৬,৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২,৮১৯ জন, কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছেন ৩১,৮৩০ জন, উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯২১ জন, দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৪৯ জন। এই রাজ্যগুলির করোনা সংক্রমণ উদ্বেগের ভাজ ফেলে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কপালে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ এক জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!